বাংলাতেও কি হবে ডিটেনশন ক্যাম্প? বড় হুঁশিয়ারি শান্তনুর

| Edited By: সঞ্জয় পাইকার

Nov 29, 2025 | 1:30 PM

এসআইআর প্রক্রিয়ার মধ্যেই প্রত্যেক জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলাতেও এসআইআর প্রক্রিয়া চলছে। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজের দেশে ফেরত যাওয়ার জন্য সীমান্তে ভিড় করছেন। তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরতও পাঠানো হচ্ছে। কিন্তু, এসআইআর প্রক্রিয়ার পরও যে অনুপ্রবেশকারীরা বাংলায় রয়ে যাবেন, তাঁদের কী হবে? এই নিয়ে বড় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, "এসআইআর হলে ধরপাকড় হবে। ডিটেনশন হবে। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন?" একইসঙ্গে তাঁর বক্তব্য, বাংলাদেশি, রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল। ভোট আসছে বলেই মতুয়াদের মনে পড়ছে বলেও তোপ দাগেন তিনি।

এসআইআর প্রক্রিয়ার মধ্যেই প্রত্যেক জেলায় ডিটেনশন ক্যাম্প তৈরির জন্য জেলাশাসকদের নির্দেশ দিয়েছেন উত্তর প্রদেশের মুখ্য়মন্ত্রী যোগী আদিত্যনাথ। বাংলাতেও এসআইআর প্রক্রিয়া চলছে। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারী নিজের দেশে ফেরত যাওয়ার জন্য সীমান্তে ভিড় করছেন। তাঁদের সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরতও পাঠানো হচ্ছে। কিন্তু, এসআইআর প্রক্রিয়ার পরও যে অনুপ্রবেশকারীরা বাংলায় রয়ে যাবেন, তাঁদের কী হবে? এই নিয়ে বড় হুঁশিয়ারি দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। তিনি বলেন, “এসআইআর হলে ধরপাকড় হবে। ডিটেনশন হবে। মুখ্যমন্ত্রী বাঁচাতে পারবেন?” একইসঙ্গে তাঁর বক্তব্য, বাংলাদেশি, রোহিঙ্গাদের বাঁচাতে পারবে না তৃণমূল। ভোট আসছে বলেই মতুয়াদের মনে পড়ছে বলেও তোপ দাগেন তিনি।

Published on: Nov 29, 2025 01:29 PM