Rajganj News: বিজেপি পতাকা নিয়ে এলাকায় ঘুরলে…
শনিবার রাতে রাজগঞ্জের সন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতে ছিলো নব নির্বাচিত তৃনমূল প্রধানের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পঞ্চায়েত রুস্তম আলী। সভামঞ্চ থেকে রাখা ভাষনে তিনি আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়ার কথা বলেন উপস্থিত কর্মীদের। পাশাপাশি বিজেপিকে হুশিয়ারি দেন। তার সেই বক্তব্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। শুরু হয়েছে দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে চাপান উতর।
বিজেপির পতাকা নিয়ে এলাকায় ঘুরলে তার অবস্থা খারাপ হবে।ভোটে জিতেই হুঙ্কার দিলেন তৃনমূলের রুস্তম পঞ্চায়েত। পালটা তোপ দেগে বিজেপির মন্তব্য চমক ধমক দিয়ে লাভ নেই। রাজগঞ্জের রুস্তম আলীকে নিশ্চয়ই মনে আছে আপনাদের। যিনি এবারে পঞ্চায়েত ভোটে ২৪ ভোটে জিতে ২৫০০ লোককে খাইয়ে এলাকায় শোরগোল ফেলে দিয়েছিলেন। এবার তাকে দেখা গেলো বিজেপিকে হুমকি দিতে। শনিবার রাতে রাজগঞ্জের সন্যাসীকাটা গ্রামপঞ্চায়েতে ছিলো নব নির্বাচিত তৃনমূল প্রধানের সংবর্ধনা অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় পঞ্চায়েত রুস্তম আলী। সভামঞ্চ থেকে রাখা ভাষনে তিনি আগামী লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই ময়দানে নেমে পড়ার কথা বলেন উপস্থিত কর্মীদের। পাশাপাশি বিজেপিকে হুশিয়ারি দেন। তার সেই বক্তব্য ভাইরাল হতেই শোরগোল পড়ে গেছে রাজনৈতিক মহলে। শুরু হয়েছে দুই যুযুধান রাজনৈতিক দলের মধ্যে চাপান উতর। এদিন তৃণমূল পঞ্চায়েত রুস্তম আলী তার বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নিশানা করে বলেন সামনেই লোকসভা নির্বাচন। তার এলাকার কোনও মানুষ যেনো বিজেপির পতাকা নিয়ে তার এলাকায় না বের হয়। পাশাপাশি তিনি এলাকার মহিলাদের নিদান দেন বিজেপির কেউ যদি ভোট চাইতে আসে তবে দুহাতে দুইটি ঝ্যাঁটা নিয়ে তাদেরকে তাড়িয়ে গ্রাম ছাড়া করে দেওয়া হয়। পাশাপাশি এই এলাকায় যত ভোট রয়েছে তা যেনো তৃনমূলের পক্ষেই যায় বলে শাসানি দেন তিনি। এই মন্তব্যটি তীব্র বিরোধিতা করেছেন জেলা বিজেপির সাধারন সম্পাদক শ্যাম প্রসাদ। তার বক্তব্য যারা এখন বড় বড় কথা বলছে তারা এবারে পঞ্চায়েত নির্বাচনে পুলিশের সাহায্য নিয়ে বুথ দখল করে ছাপ্পা ভোট দিয়ে জিতেছে। মানুষের রায় এদের পক্ষে নেই। এরা বিরোধীদের ঘরবাড়ি ভাঙচুর করে উলটে বিরোধীদের নামে মিথ্যে মামলা দিয়ে ঘরছাড়া করে রেখেছে। কিন্তু লোকসভা ভোট কেন্দ্রীয় বাহিনী দিয়ে হবে। এবার বুথ দখল করতে গেলে বিপদ আছে। এছাড়া সামনেই NRC আসছে। সকলের কাগজপত্র পরীক্ষা করা হবে। কাগজ ঠিক না থাকলে পশ্চাৎদেশ লাল করে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হবে।