TMC: বাড়ি বাড়ি মিষ্টি খাওয়াচ্ছে তৃণমূল!
TMC Candidate: দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবারই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী এভাবেই বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি প্যাকেট তুলে দিলেন এলাকার প্রতিটি পরিবারের হাতে।
তৃণমূলের টিকিটের জয়ী প্রার্থী তাই কারো মুখে খাইয়ে দিচ্ছেন মিষ্টি, আবার কারো হাতে ধরিয়ে দিচ্ছেন মিষ্টির প্যাকেট, এভাবেব নিজে হাতে বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট পৌঁছে দিচ্ছেন তৃণমূলের জয়ী প্রার্থী (প্রাধান)।
দাসপুর ১ নম্বর ব্লকের বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের খাটবারই এলাকায় পঞ্চায়েত নির্বাচনে জয়ী তৃণমূল প্রার্থী এভাবেই বাড়ি বাড়ি গিয়ে মিষ্টি প্যাকেট তুলে দিলেন এলাকার প্রতিটি পরিবারের হাতে।
বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন পঞ্চায়েত নির্বাচনে জয় লাভ করেছেন। তাই ওই বুথের আরও একজন পঞ্চায়েত প্রার্থীকে সাথে নিয়ে বাড়ি বাড়ি মিষ্টির প্যাকেট নিয়ে পৌঁছে যাচ্ছেন দুই জনে। বাড়িতে মিষ্টির প্যাকেট পেয়ে খুশি এলাকার মানুষ।তৃণমূল প্রার্থীর জয়ের আনন্দেই এই মিষ্টি বিতরণ। জানা যায় ২৪ টি আসনে নিয়ে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েত গঠিত, তার মধ্যেই ১৮ টি আসনের জয় লাভ করেছে তৃণমূল।