BLO-র ভিডিয়ো ভাইরাল করে দিলেন তৃণমূল কাউন্সিলর! কী করছিলেন?

|

Nov 09, 2025 | 3:04 PM

SIR Controversy: খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। অভিযোগ, নির্বাচন কমিশন নিযুক্ত একজন বিএলও কী করে সিপিএম বিএলএ-র বাড়িতে বসে ফর্ম গোছাতে পারেন? এই বিএলও পক্ষপাতদুষ্ট। এরপরই তিনি মোবাইল বের করে ভিডিয়ো করতে শুরু করেন।

সিপিএম বিএলএ(BLA)-র বাড়িতে বসে ফর্ম গোছাচ্ছেন বিএলও (BLO)। জানতে পেরে ভিডিয়ো করে ফেসবুকে পোস্ট করলেন তৃণমূল কাউন্সিলর। ঘটনাটি ঘটেছে বৈদ্যবাটির ২০৪ নম্বর বুথে। চাঁপদানী বিধানসভার অন্তর্গত বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের ২০৪ নম্বর বুথের বিএলও গণনা ফর্ম দিতে বের হন। সিপিএম বিএলএ সন্দীপদ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফর্ম গোছাচ্ছিলেন।  খবর পেয়ে সেখানে হাজির হন স্থানীয় তৃণমূল কাউন্সিলর পৌষালী ভট্টাচার্য। অভিযোগ, নির্বাচন কমিশন নিযুক্ত একজন বিএলও কী করে সিপিএম বিএলএ-র বাড়িতে বসে ফর্ম গোছাতে পারেন? এই বিএলও পক্ষপাতদুষ্ট। এরপরই তিনি মোবাইল বের করে ভিডিয়ো করতে শুরু করেন।সিপিএম বিএলএ-র সঙ্গে রীতিমতো তর্কাতর্কি শুরু হয় তৃণমূল কাউন্সিলের।

Published on: Nov 09, 2025 03:03 PM