Asima Patra: ধনিয়াখালিতে শুনানির সময় তৃণমূলের অসীমা পাত্র কী করলেন দেখুন…
TMC: বিধায়ক অসীমা পাত্র র দাবি, BLA দের থাকতে দিতে হবে না হলে শুনানি বন্ধ থাকবে। দ্বিতীয়ত, বয়স্কদের বাড়ি গিয়ে শুনানি করতে হবে। পাশাপাশি অনেক পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তাঁদের এই ফর্ম পরিবারের লোকজন জমা দিয়েছেন তাই শুনানিতে কেন পরিবারের লোকজন থাকতে পারবে না।
যেখানে BLA ২-কে ঢুকতে দেওয়া হয়নি। সেখানে শুনানি বন্ধ। ধনেখালি বিডিওতে দাঁড়িয়ে হুঁশিয়ারি দিলেন বিধায়ক অসীমা পাত্র। বারোটা থেকে লাইনে দাঁড়িয়ে তিনটেতেও শুনানির ডাক পাননি,ক্ষুব্ধ হয়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা। ধনেখালিতে শুনানি বন্ধ থাকা নিয়ে যদিও প্রশাসনের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিধায়ক অসীমা পাত্র র দাবি, BLA দের থাকতে দিতে হবে না হলে শুনানি বন্ধ থাকবে। দ্বিতীয়ত, বয়স্কদের বাড়ি গিয়ে শুনানি করতে হবে। পাশাপাশি অনেক পরিযায়ী শ্রমিক বাইরে কাজ করে, তাঁদের এই ফর্ম পরিবারের লোকজন জমা দিয়েছেন তাই শুনানিতে কেন পরিবারের লোকজন থাকতে পারবে না।