‘গদ্দার, মীরজাফর…’, কাদের নিশানা করলেন ফিরহাদ?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 06, 2025 | 7:40 PM

মুর্শিদাবাদের বেলডাঙায় শনিবার যখন হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ব্যস্ত, তখন কলকাতায় সংহতি দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে রাজ্যের শাসকদল। আর এদিন এই সংহতি দিবসের মঞ্চ থেকেই নাম না করে হুমায়ুনকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। গদ্দার, মীরজাফর বলে নিশানা করলেন। এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে ফিরহাদ বলেন, "ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি। আর তাদের সহায়তা করছে কিছু গদ্দার, মীরজাফর। মন্দির, মসজিদের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্মান্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করে না। আমরা ঠাকুরের পথে যাব। যত মত, তত পথ।" ফিরহাদের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।

মুর্শিদাবাদের বেলডাঙায় শনিবার যখন হুমায়ুন কবীর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে ব্যস্ত, তখন কলকাতায় সংহতি দিবস পালন করল তৃণমূল কংগ্রেস। প্রতি বছর ৬ ডিসেম্বর সংহতি দিবস পালন করে রাজ্যের শাসকদল। আর এদিন এই সংহতি দিবসের মঞ্চ থেকেই নাম না করে হুমায়ুনকে আক্রমণ করলেন ফিরহাদ হাকিম। গদ্দার, মীরজাফর বলে নিশানা করলেন। এদিন সংহতি দিবসের মঞ্চ থেকে ফিরহাদ বলেন, “ধর্মনিরপেক্ষ মানুষের উপর বারবার করে আঘাত আসছে। ধর্মীয় বিভাজনের চেষ্টা করছে বিজেপি। আর তাদের সহায়তা করছে কিছু গদ্দার, মীরজাফর। মন্দির, মসজিদের নামে সুড়সুড়ি দিচ্ছে। ধর্মান্ধতায় বাংলার মানুষ বিশ্বাস করে না। আমরা ঠাকুরের পথে যাব। যত মত, তত পথ।” ফিরহাদের এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।