TMC Union: টোটো প্রতি ৩২০ টাকা তুলেছে TMC ইউনিয়ন! তাও আবার সাংসদের উপস্থিতিতেই

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Nov 24, 2025 | 12:56 PM

সাংসদ মিতালি বাগের দাবি, ইউনিয়ন যে উদ্যোগ নিয়েছে তা সাধুবাদ দেওয়ার যোগ্য। ইউনিয়ন সবটাই নিয়ন্ত্রণ করছে বলে জানিয়েছেন তিনি। তাঁর উপস্থিতিতেই ঘটা করে অনুষ্ঠান করা হয়েছে। আর সেখানেই নেওয়া হয়েছে টাকা।

ইউনিয়নের নামে তোলাবাজি! এমনই অভিযোগ উঠল হুগলিতে। জড়াল শাসক দলের নাম। তৃণমূলের ইউনিয়ন টোটোওয়ালাদের কাছ থেকে ৩২০ টাকা করে তুলেছে বলে অভিযোগ। এখানেই শেষ নয়, মাসে মাসে ১০০ টাকা করে নেওয়া হচ্ছে বলেও দাবি টোটোওয়ালাদের। উপস্থিত ছিলেন তৃণমূল সাংসদ মিতালি বাগ। তাঁর উপস্থিতিতেই হয়েছে রেজিস্ট্রেশন।

বিজেপি এই অভিযোগের কড়া সমালোচনা করেছে। তৃণমূল নেতাদের দাবি, জমায়েত-মিছিল করার জন্য ৩২০ টাকা করে নেওয়া হয়েছে। মিতালি বাগ বলেন, “ওরা সবটা নিয়ন্ত্রণ করবে। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মিতালি বাগ।”