নতুন দল গড়েই বড় ভবিষ্যদ্বাণী হুমায়ুনের, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 23, 2025 | 4:16 AM

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর কয়েকদিন আগেই স্থাপন করেছেন। এবার নতুন দল গড়লেন হুমায়ুন কবীর। সোমবার 'জনতা উন্নয়ন পার্টি' নামে সেই দল গড়েই তৃণমূলে হুঙ্কার দিলেন। মঞ্চ থেকে হুমায়ুন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এবার ভোটে মুর্শিদাবাদে তৃণমূলকে খাতা খুলতে দেবেন না। জেলার সবকটি আসনে যে তিনি প্রার্থী দেবেন, সে কথাও বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। বলেন, “মুর্শিদাবাদে ২২টি সিটে খাতা খুলে দেখাবেন। আমি বেঁচে থাকলে তৃণমূলকে জিরো করব। তবে বিজেপি ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপির যা কৌশল, যা অর্থবল তাতে ওদের সিট বাড়তে পারে। কিন্তু তৃণমূল জিরো হবে।”

মুর্শিদাবাদের বেলডাঙায় বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর কয়েকদিন আগেই স্থাপন করেছেন। এবার নতুন দল গড়লেন হুমায়ুন কবীর। সোমবার ‘জনতা উন্নয়ন পার্টি’ নামে সেই দল গড়েই তৃণমূলে হুঙ্কার দিলেন। মঞ্চ থেকে হুমায়ুন তৃণমূল তথা মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে বলেন, এবার ভোটে মুর্শিদাবাদে তৃণমূলকে খাতা খুলতে দেবেন না। জেলার সবকটি আসনে যে তিনি প্রার্থী দেবেন, সে কথাও বুঝিয়ে দিয়েছেন হুমায়ুন। বলেন, “মুর্শিদাবাদে ২২টি সিটে খাতা খুলে দেখাবেন। আমি বেঁচে থাকলে তৃণমূলকে জিরো করব। তবে বিজেপি ২-১টা সিট বাড়িয়ে নিতে পারে। বিজেপির যা কৌশল, যা অর্থবল তাতে ওদের সিট বাড়তে পারে। কিন্তু তৃণমূল জিরো হবে।”