Isha Saha Actress: সবার সামনে বিয়ের কথা বলেই ফেললেন অভিনেত্রী ইশা সাহা!
Isha Saha: এমনিতে গয়না সয় না ইশার। ইশারায় নয় সবার সামনে বিয়ের কথা বলেই ফেললেন অভিনেত্রী। দেখুন কত রকমের বিয়ের গয়না তাঁর!
বৈশাখ মাস। সামনেই বিয়ের মরশুম। একের পর এক সোনা ও হীরের গয়না দেখতে ব্যস্ত টলিউড সুন্দরী ইশা সাহা। এমনিতে গয়না সয় না ইশার। ইশারায় নয় সবার সামনে বিয়ের কথা বলেই ফেললেন অভিনেত্রী। দেখুন কত রকমের বিয়ের গয়না তাঁর। লাল শাড়িতে কনে সাজে এসেছেন ইশা।
সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস-এর ডিরেক্টর শ্রীমতি জয়িতা সেন, ইশার বিয়ের গয়নার ব্যাপারে কী বললেন,শুনে নিন একবার। অবশ্য এই অলঙ্কার সবার। সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস ব্রাইডাল জুয়েলারি কালেকশনের একটি নতুন পরিসরও চালু করেছে, যা কনেদের জন্য গ্ল্যামারাস গয়নার সম্ভার নিয়ে এসেছে।গরমে এই হালকা ও স্টাইলিশ গয়না সবার নজর কাড়বে।
Published on: Apr 18, 2023 05:56 PM