Raj-Subhashree, Tollywood Movie: বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে ‘বাবলি’ ছবির শুটিং

TV9 Bangla Digital | Edited By: আসাদ মল্লিক

Jan 25, 2024 | 11:08 PM

Tollywood: নয়া সফর শুরু। রাজ চক্রবর্তীর হাত ধরে আরও এক প্রজেক্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুরু হল বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে 'বাবলি' ছবির শুটিং। ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার হয়ে গেল তার শুভ মহরৎ। ছবি শেয়ার করলেন শুভশ্রী। বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়।

সুখবর দিলেন পরিণীতি
বিয়ের পর বড় সিদ্ধান্ত নিলেন পরিণীতি চোপড়া। শুরু করতে চলেছেন তাঁর মিউজিক কেরিয়ার। সোশ্যাল মিডিয়ায় জানালেন, তাঁর লাইভ পারফর্মেন্সের মাধ্যমে তিনি গানের জগতে পা রাখতে চলেছেন। শীঘ্রই শুরু হবে তাঁর স্টুডিও প্রজেক্টও।

সলমনের প্রশংসা
সলমন খান কথা দিয়েছিলেন ২০১৮ সালে। একটি শিশু ক্যানসারের সঙ্গে লড়াই করছে। হাসপাতালে তাকে দেখে তিনি বলেছিলেন, ক্যান্সার মুক্তি হলেই তিনি দেখা করবেন। ২০২৩ সালে ছেলেটি সুস্থ হয়ে ওঠে। ভক্তদের দাবি, সলমনের অনুপ্রেরণাতেই সে কঠিন লড়াই লড়ার সাহস পেয়েছে। এরপর ছেলেটি সলমনের সঙ্গে দেখা করতে চেয়ে একটি ভিডিয়ো পোস্ট করে। তা সলমনের কাছে পৌঁছতেই সলমন হাজির। খবর ছড়িয়ে পড়তেই প্রশংসা ভাইজানের।

শুভেচ্ছা নীতু
ছেলে রণবীর কাপুর ও ছেলের বউ আলিয়া ভাটকে শুভেচ্ছা জানালেন নীতু কাপুর। ছেলে ও বউমা নতুন প্রজেক্টে হাত দিয়েছেন। নাম ‘লাভ অ্যান্ড ওয়ার’। সঙ্গে রয়েছেন ভিকি কৌশলও। এবার জুটির দ্বিতীয় ছবিতে পাশে পরিবার। সকেলই শুভেচ্ছা জানাচ্ছে রালিয়াকে।

গর্বিত সোনু
রামমন্দির উদ্বোধনে গান গেয়ে গর্বিত গায়ক সোনু নিগম। আবেগঘন হয়ে এক সাক্ষাৎকারে বললেন, ‘‘১২০টা দেশ দেখেছে এমন একটা ইভেন্টে গান গেয়েছি, তা-ও কোনও রিহার্সাল ছাড়াই। শ্রীরামের উপর ছেড়ে দিলাম, সত্যিই রাম ভরসা।’’ সেই ক্লিপিং এখন নেটপাড়ায় ভাইরাল।

বিগ বসে চমক
করণ কুন্দ্রা ও পুজা ভাট আরও একবার নমাছেন ময়দানে। এবার বিগ বস শেষ হওয়ার মুখে। বাড়ছে জটিলতা। সদ্য বাদ পড়েছেন ভিকি জৈন। বর্তমানে অধিকাংশই তাকিয়ে অঙ্কিতা লোখাণ্ডের দিতে। এমনই সময় ঘরে নয়া সদ্যের প্রবেশ কতটা পাল্টাবে সমীকরণ, তাকিয়ে দর্শকেরা।

সুখবর দিলেন শুভশ্রী
নয়া সফর শুরু। রাজ চক্রবর্তীর হাত ধরে আরও এক প্রজেক্টে শুভশ্রী গঙ্গোপাধ্যায়। শুরু হল বুদ্ধদেব গুহর গল্প অবলম্বনে ‘বাবলি’ ছবির শুটিং। ২৫ জানুয়ারি, বৃহস্পতিবার হয়ে গেল তার শুভ মহরৎ। ছবি শেয়ার করলেন শুভশ্রী। বিপরীতে থাকছেন আবির চট্টোপাধ্যায়।

নয়া রূপে দেবশ্রী
প্রকাশ্যে এল নতুন সিরিজ ‘কেমিস্ট্রি মাসির ট্রেলার’। অভিনয়ে থাকছেন দেবশ্রী রায়। এক অন্যরূপে, অন্য স্বাদে অভিনেত্রী এবার নয়া অবতারে। লুক প্রকাশ্যে আসার পর থেকেই জল্পনা তুঙ্গে। ছবিটি হইচই প্ল্যাটফর্মে মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

চাঁদ পেলেন রাঘব
২০২৪ সালের জন্মদিনে রাঘব চট্টোপাধ্যায় পেলেন বিশেষ উপহার। ২৫ জানুয়ারি তাঁর জন্মদিন। এ দিন যখন বাগডোগরা বিমানবন্দরে বিমান ধরতে আসেন, তখন সেখানেই সেই ক্রু (CREW) তাঁর জন্য এক চমকের ব্যবস্থা করে। সকলে মিলে গেয়ে ওঠেন তাঁর জনপ্রিয় গান: চাঁদ কেন আসে না ঘরে। তাঁদের সঙ্গে গেয়ে ওঠেন রাঘবও।

জগদ্ধাত্রীর জয়
ধারাবাহিকভাবে ‘অনুরাগের ছোঁয়া’ দর্শক মনে জায়গা করে নিয়েছিল। যার ফলে TRP-র তালিকায় বেশ কয়েক সপ্তাহ ধরে সেরার সেরা জায়গা করে নিয়েছিল। কিন্তু বেশ কিছুটা পিছিয়ে পড়ে ‘জগদ্ধাত্রী’। তবে আবারও ফিরেছে জ্যাজ নয়া ছন্দে। পর পর সপ্তাহে টিআরপির তালিকায় তা সেরা। এবারও তার ব্যতিক্রম হল না।

India China News: কেন মলদ্বীপের দিকে এগোচ্ছে চিনা জাহাজ?
Pushpita Mukherjee, Tollywood News: ভেঙে পড়লেন কান্নায়, এত চেষ্টা করেও লাভ হল না!
India China News: কেন মলদ্বীপের দিকে এগোচ্ছে চিনা জাহাজ?
Pushpita Mukherjee, Tollywood News: ভেঙে পড়লেন কান্নায়, এত চেষ্টা করেও লাভ হল না!