Ghatal Road Problem: ভোররাত থেকেই তীব্র যানজট!

| Edited By: Tapasi Dutta

Nov 27, 2023 | 5:45 PM

ধীরগতিতে চলছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে সম্প্রসারণের কাজ। আর এই সম্প্রসারণের কারণেই ভোর রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ঘাটাল থেকে দাসপুর প্রর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা।

ধীরগতিতে চলছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে সম্প্রসারণের কাজ। আর এই সম্প্রসারণের কারণেই ভোর রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে ঘাটাল থেকে দাসপুর প্রর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা। ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ঘাটাল থেকে দাসপুরের বকুলতলা পর্যন্ত রাজ্য সড়কের ওপর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে ট্রাক থেকে শুরু করে যাত্রীবাহী বাস।

চরম সমস্যায় পড়েছে বাস যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ীরাও। ভোর রাত থেকে লাগাতার বাড়ছে গাড়ির সংখ্যা। এই জ্যাম থেকে কখন মুক্তি পাবে সাধারণ মানুষ তার কোনো সদুত্তর মেলেনি এখনো পর্যন্ত। প্রায় ৮ ঘণ্টা ধরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কের ওপর তীব্র যানজট। বাসে করে কাঁচামাল নিয়ে ব্যবসা করার জন্য আসতে গিয়ে গাড়িতে আটকে রয়েছে ব্যবসায়ীরা বাড়ছে ক্ষোভ।