টিকিট পেয়েও দলত্যাগ! বিজেপিত মালদার হবিবপুরের তৃণমূল প্রার্থী সরলা মুর্মু?
প্রার্থী ঘোষণা করার পরও ‘বেসুরো’ হওয়া কার্যত নজিরবিহীন ঘটনা। কিন্তু মালদহে বোধহয় এবার সে ছবিই প্রকট হতে চলেছে। সূত্রের খবর, তৃণমূল প্রার্থী করলেও দলে থাকতে চাইছেন না হবিবপুরের ঘাসফুল প্রার্থী সরলা মুর্মু। তিনি নাকি কলকাতাতে এসে পৌঁছেছেন। সোমবার কিংবা মঙ্গলবার বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। যদিও এই খবর চাউর হওয়ার পর থেকে সরলা মুর্মুর সঙ্গে […]
প্রার্থী ঘোষণা করার পরও ‘বেসুরো’ হওয়া কার্যত নজিরবিহীন ঘটনা। কিন্তু মালদহে বোধহয় এবার সে ছবিই প্রকট হতে চলেছে। সূত্রের খবর, তৃণমূল প্রার্থী করলেও দলে থাকতে চাইছেন না হবিবপুরের ঘাসফুল প্রার্থী সরলা মুর্মু। তিনি নাকি কলকাতাতে এসে পৌঁছেছেন। সোমবার কিংবা মঙ্গলবার বিজেপিতে যোগ দিতে পারেন তিনি। যদিও এই খবর চাউর হওয়ার পর থেকে সরলা মুর্মুর সঙ্গে কোনও যোগাযোগ করা যায়নি। অন্যদিকে জেলা তৃণমূলের কো-অর্ডিনেট অম্লান ভাদুড়িও রবিবার রাতেই তৃণমূল ছেড়েছেন। প্রকাশ্যে সে কথা ঘোষণা করেছেন তিনি। তাঁরও বিজেপি-যোগের সম্ভাবনা প্রবল। রাজনৈতিক মহল বলছে, ভোটের মুখে মালদহে ছন্নছাড়া অবস্থা শাসকদলের।
Published on: Mar 08, 2021 10:17 AM