Union Budget 2026: নির্মলা সীতারমণ কি প্রথা মেনে রবিবারে বাজেট পেশ করবেন?

Jan 12, 2026 | 8:14 PM

Nirmala Sitharaman, Union Budget 2026: তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই প্রথা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই; ১ এপ্রিল নতুন অর্থবছর শুরুর আগেই যেন সংসদের সমস্ত অনুমোদন প্রক্রিয়া শেষ হয়ে যায়। আগে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষে। তাতে কাজ এগোতে দেরিও হত।

২০১৭ সাল থেকে ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করা আমাদের দেশে দস্তুর হয়ে দাঁড়িয়েছে। তৎকালীন অর্থমন্ত্রী অরুণ জেটলি এই প্রথা শুরু করেছিলেন। উদ্দেশ্য ছিল একটাই; ১ এপ্রিল নতুন অর্থবছর শুরুর আগেই যেন সংসদের সমস্ত অনুমোদন প্রক্রিয়া শেষ হয়ে যায়। আগে বাজেট পেশ হত ফেব্রুয়ারির শেষে। তাতে কাজ এগোতে দেরিও হত।

রবিবারে কি সংসদ বসে? উত্তর হল; হ্যাঁ। এর আগেও ছুটির দিনে বাজেট পেশের নজির রয়েছে। যদি ১ ফেব্রুয়ারিই বাজেট হয়, তবে এটি হবে নির্মলা সীতারমণের টানা অষ্টম বাজেট। মোরারজি দেশাইয়ের রেকর্ডের দিকে আরও এক ধাপ এগিয়ে যাবেন তিনি।

Published on: Jan 12, 2026 08:14 PM