Union Budget 2026: উঠে যাবে পুরানো কর কাঠামো?

Jan 17, 2026 | 8:03 PM

Old Tax Regime: এক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে যদি কোনও পরিবর্তন আসে, তা নিউ ট্যাক্স রেজিমকেই আরও শক্তিশালী করবে। তাঁর মতে, 'বিভিন্ন ছাড় ও ব্যতিক্রম তুলে দিয়ে করব্যবস্থা আরও সহজ করাই সরকারের লক্ষ্য। তাই সংশোধন হলেও তা শুধুমাত্র নতুন কর কাঠামোতেই হবে।"

গত কয়েক বছরে কর ফাইলিং সহজ করা, ছাড় ও ছাড়পত্র কমানো এবং কর ব্যবস্থাপনা হালকা করাই মূল লক্ষ্য। এই ভাবনাতেই তৈরি হয় নতুন আয়কর ব্যবস্থা, যেখানে জটিল পরিকল্পনা বা দীর্ঘ কাগজপত্রের প্রয়োজন নেই।

এক বিশেষজ্ঞ বলছেন, ভবিষ্যতে যদি কোনও পরিবর্তন আসে, তা নিউ ট্যাক্স রেজিমকেই আরও শক্তিশালী করবে। তাঁর মতে, ‘বিভিন্ন ছাড় ও ব্যতিক্রম তুলে দিয়ে করব্যবস্থা আরও সহজ করাই সরকারের লক্ষ্য। তাই সংশোধন হলেও তা শুধুমাত্র নতুন কর কাঠামোতেই হবে।”

আর এক বিশেষজ্ঞ বলছেন, এই বাজেটই নাকি প্রমাণ করে দেবে পুরনো কর কাঠামো ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে। তাঁর দাবি, সাম্প্রতিক বছরে প্রায় ৭২ শতাংশ করদাতা নতুন ব্যবস্থাকেই বেছে নিয়েছেন।

Published on: Jan 17, 2026 08:03 PM