Urusa Javed: সারা গায়ে চকোলেট মাখা

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 29, 2023 | 4:46 PM

Urusa Javed: উরুশা জাভেদ কিন্তু অভিনেত্রী নন। তবুও তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন। উরুশা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা ১ লক্ষ্যেরও বেশি।

খোলা গায়ে সামান্য পোশাক পরে আছেন এই সেলিব্রেটি। তিনি চকোলেট মাখা গায়ের ছবি পোস্ট করেন। সেই ছবি পোস্ট করতেই সোশ্যাল মিডিয়াতে তাঁকে নিয়ে চর্চা শুরু হয়। তিনি উরফি জাভেদের বোন উরুশা । উরফিকে বেশিরভাগ মানুষ চেনেন ফ্যাশন স্টেটমেন্টের জন্য।

উরুশা জাভেদ কিন্তু অভিনেত্রী নন। তবুও তিনি বারবার খবরের শিরোনামে এসেছেন। উরুশা সোশ্যাল মিডিয়ায় খুব সক্রিয়। সোশ্যাল মিডিয়ায় তাঁর ফলোয়ার সংখ্যা ১ লক্ষ্যেরও বেশি। উরুশা ও উরফির মন সব সময় গ্ল্যামারাস পার্টিতে যুক্ত থাকেন। কিছুদিন আগে উরফি স্বল্প পোশাকের বিষয়ে একটি টুইট করেন। সেখানে উরফি লেখেন, তিনি ক্ষমাপ্রার্থী মানুষের মনে আঘাত করার জন্য। উরফি আরও জানান, এরপরে তাঁকে অন্য ভাবে দেখতে পাবেন দর্শকরা। এই পোস্ট দেখে অনেকেই অবাক হয়ে যান।যদিও পরে জানা যায়, নিজের পাবলিসিটির জন্যই এই কথা তিনি বলেছেন।