Urvashi Rautela in Cannes Festival : উর্বশীর গলা জড়িয়ে কুমির!

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Oct 01, 2023 | 4:30 PM

চর্চা চলে ফিল্ম ফেস্টিভ্যালের রেড নিয়ে। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট বরাবর চর্চায় থাকে। কোন সেলিব্রিটি সেখানে কী পরলেন ঝড়ের গতিতে ভাইরাল হয় তা। কারও লুক প্রশংসিত হয়। কেউ আবার চরম ট্রোলিংয়ের শিকার হন। এবারের রেড কার্পেটে উর্বশী রাউটেলাকে দেখা গেল।

চর্চা চলে ফিল্ম ফেস্টিভ্যালের রেড নিয়ে। কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেট বরাবর চর্চায় থাকে। কোন সেলিব্রিটি সেখানে কী পরলেন ঝড়ের গতিতে ভাইরাল হয় তা। কারও লুক প্রশংসিত হয়। কেউ আবার চরম ট্রোলিংয়ের শিকার হন। এবারের রেড কার্পেটে উর্বশী রাউটেলাকে দেখা গেল।

গোলাপী গাউনে উর্বশী। তবে তাঁর গাউন নয়, চর্চার বিষয় হয়েছে তাঁর গলার নেকলেস। গলায় কুমিরের নেকলেস, দাম ২০০ কোটি টাকা। উর্বশীর এই নেকলেস পরতেই এক লাফে দাম বেড়ে হয় ২৭৬ কোটি টাকা। উর্বশী লেখেন এই হার নাকি পুরুষতন্ত্রের মধ্যে এক মহিলার সাফল্যের প্রতীক। তাঁর এই মন্তব্য ঝড়ের গতিতে ভাইরাল হয়। ট্রোল হতে হয় তাঁকে। কমেন্ট বক্সে ওঠে ঋষভ পন্থের প্রসঙ্গও। এর আগেও একবার ঠোঁটে নীল রঙের লিপস্টিক লাগিয়ে ট্রোলড হন উর্বশী। নীল লিপস্টিক লাগিয়ে ঐশ্বর্য রাই বচ্চন ও ট্রোলড হন।

Published on: Oct 01, 2023 03:34 PM