Venkatesh Iyer: ভেঙ্কটেশ ফাঁস করলেন তাঁর সেঞ্চুরির কাহিনি

| Edited By: Moumita Das

Apr 22, 2023 | 6:27 PM

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রবিবারের ওয়াংখেড়েতে দুরন্ত পারফর্ম করে গেলেন তিনি। ডান হাঁটুতে চোট পেয়েছিলেন। টিমের ডাক্তার তাঁকে ফিট করেন। তারপরই ধুমধাড়াক্কা ব্যাটিং দেখা গেল। যত না ৪ মেরেছেন,তার থেকে অনেক বেশি ৬ মেরেছেন। সেই ভেঙ্কটেশই ফাঁস করলেন তাঁর সেঞ্চুরির কাহিনি। ইন্দোরের ছেলে বললেন...

উদ্বোধনী আইপিএলের প্রথম ম্যাচেই ব্রেন্ডন ম্যাকালাম বিস্ফোরক সেঞ্চুরি করেছিলেন। তারপর কেটে গিয়েছে ১৫ বছর। কেকেআরের আর কোনও প্লেয়ারই সেঞ্চুরি উপহার দিতে পারেননি সমর্থকদের। ১৫ বছরের খরা কাটিয়ে দিলেন ভেঙ্কটেশ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রবিবারের ওয়াংখেড়েতে দুরন্ত পারফর্ম করে গেলেন তিনি। ডান হাঁটুতে চোট পেয়েছিলেন। টিমের ডাক্তার তাঁকে ফিট করেন। তারপরই ধুমধাড়াক্কা ব্যাটিং দেখা গেল। যত না ৪ মেরেছেন,তার থেকে অনেক বেশি ৬ মেরেছেন। সেই ভেঙ্কটেশই ফাঁস করলেন তাঁর সেঞ্চুরির কাহিনি। ইন্দোরের ছেলে বলেছেন,’এ বারের আইপিএল আমার কাছে প্রত্যাবর্তনের টুর্নামেন্ট। ৬ মাস আগে আমার বাঁ হাঁটু ফ্র্যাকচার হয়ে গিয়েছিল। এই পর্বে বোর্ড পাশে না দাঁড়ালে হয়তো মুশকিলে পড়ে যেতাম। ওই সময় ৪-৫ মাস এনসিএতে ছিলাম। চোট থেকে বেরিয়ে আসার জন্য ডাক্তার, ট্রেনাররা প্রচুর সাহায্য করেছেন। তবে এও বলে দেওয়া হয়েছিল, আমি আগের মতো তীব্র গতিতে দৌড়তে পারব না। তবে তখন একটাই জিনিস চেয়েছিলাম, যে ভাবে হোক মাঠে যেন ফিরতে পারি। সেটা সম্ভব হল’। ভেঙ্কটেশ বলছেন,’অভিষেক নায়ারের কথাই বলব। আমি যাতে আবার ফর্মে ফিরতে পারি, তার জন্য দিন-রাত আমাকে নিয়ে নেটে পড়ে থাকত অভিষেকভাই। এই সেঞ্চুরিটার পুরো কৃতিত্ব অভিষেকভাইয়ের। কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে তিন বছর খেলছিল। উনি কী চান, ভালো করে জানি। আমি কী করতে পারি, তাও উনি জানেন’।

Published on: Apr 22, 2023 06:27 PM