Infosys, Bank Share Price: আজও পড়েছে ইনফোসিস, বাজারে ঝড় তুলেছে বেসরকারি থেকে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলো!
Share Market News: আজ সর্বোচ্চ ২৪.৬৬ শতাংশ দাম বেড়েছে ক্যামলিন ফাইন সাইন্সেসের। আপার সার্কিট হিট করেছে শিভা টেক্সইয়ার্ন লিমিটেড। এ ছাড়াও দাম বেড়েছে অ্যাপোলো মাইক্রো সিস্টেমস, গ্লোবাস স্পিরিটস ও টাটা টেলিসার্ভিসের।
নিফটি ৫০-র তুলনায় প্রায় ৩ গুণ বেড়েছে নিফটি ব্যাঙ্কের সূচক। একাধিক ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে। আজ সর্বোচ্চ ২৪.৬৬ শতাংশ দাম বেড়েছে ক্যামলিন ফাইন সাইন্সেসের। আপার সার্কিট হিট করেছে শিভা টেক্সইয়ার্ন লিমিটেড। এ ছাড়াও দাম বেড়েছে অ্যাপোলো মাইক্রো সিস্টেমস, গ্লোবাস স্পিরিটস ও টাটা টেলিসার্ভিসের।
নিফটি ৫০ থেকে সেসসেক্স, সমস্ত সূচক আজ উঠলেও অনেক কোম্পানির শেয়ারের দাম আজও পড়েছে। যার মধ্যে পার্ল গ্লোবাল ইন্ডাস্ট্রিজের শেয়ারের দাম পড়েছে সবচেয়ে বেশি। প্রায় ১৭.৪০ শতাংশ দাম পড়েছে এই কোম্পানির। এ ছাড়াও দাম পড়েছে সারদা কর্পকেম, কোয়্যাড্রান্ট ফিউচার টেক, মমতা মেশিনারি, স্ট্যান্ডার্ড গ্লাস লাইনিং টেকনোলজি সহ একাধিক কোম্পানির।