ITC Hotels: রিব্যালেন্সিংয়ের জন্য প্রায় ১৩০০ কোটির শেয়ার বিক্রি হল আইটিসি হোটেলসের
ITC Hotels News: রিব্যালেন্সিংয়ের জন্য সেনসেক্সের ইনডেক্স ফান্ডগুলো আইটিসি হোটেলসের প্রায় ৪০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর নিফটির ইনডেক্স ফান্ডগুলো প্রায় ৭০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে।
হঠাৎই চরম ধাক্কা খেলও আইটিসি হোটেলস। বিএসই সেনসেক্স ও নিফটি ৫০ সহ ২২টি সূচক থেকে বের করে দেওয়া হল এই শেয়ারকে।
বাজারের পরিভাষায় একে বলা হয় রিব্যালেন্সিং। এমন ঘটনা আমরা এর আগে দেখেছিলাম যখন জিও ফাইন্যান্সিয়াল সার্ভিসেস রিলায়েন্স থেকে ভেঙে বেরিয়ে এসেছিল। তখন জিও বেশ কয়েকদিন পর পর লোয়ার সার্কিট হিট করেছিল।
রিব্যালেন্সিংয়ের জন্য সেনসেক্সের ইনডেক্স ফান্ডগুলো আইটিসি হোটেলসের প্রায় ৪০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। আর নিফটির ইনডেক্স ফান্ডগুলো প্রায় ৭০০ কোটি টাকার শেয়ার বিক্রি করেছে। যদিও এর মধ্যে এই হোটেল সংস্থার শেয়ার একবারের জন্যও লোয়ের সার্কিট হিট করেনি।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।