Kotak Mahindra Bank Share Price: পতনের মধ্যেও ভাল খবর, ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম ছুঁল কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক!
Kotak Bank Price Hike: এই পতনের মধ্য আজও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। যদিও দিনের শেষে ২.১২ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম।
আজ ১১ ফেব্রুয়ারি। টানা ৫ দিন ধরে ক্রমাগত পড়ছে ভারতের বাজার। যদিও এই পতনের মধ্য আজও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক। যদিও দিনের শেষে ২.১২ শতাংশ পড়েছে সংস্থার শেয়ারের দাম। দিনের শেষে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের শেয়ারের দাম ১ হাজার ৯১৮ টাকা ৬০ পয়সা।
আজ একাধিক শেয়ারের দামে পতনের মধ্যে আপার সার্কিট হিট করল জোডিয়াক এনার্জি লিমিটেড। ১০ শতাংশ বেড়েছে সংস্থার শেয়ারের দাম। এ ছাড়াও আজ বেড়েছে ক্যাপিটাল ট্রাস্ট, ডিসিএম লিমিটেড, রেডটেপ ও হ্যাপিয়েস্ট মাইন্ডসের শেয়ারের দাম।
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।