MTNL Share Price Drop: আপার সার্কিট হিট করেই হুড়মুড়িয়ে পড়ল এমটিএনএল!

Feb 06, 2025 | 6:51 PM

MTNL: আজই ধাক্কা খেলও সংস্থার শেয়ারের দাম। দিন শেষে আজ প্রায় ৯.৭৭ শতাংশ পড়ল মহানগর টেলিফোন নিগম লিমিটেড।

গতকালই আপার সার্কিট ছুঁয়ে ছিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এমটিএনএল। আর তারপর আজই ধাক্কা খেলও সংস্থার শেয়ারের দাম। দিন শেষে আজ প্রায় ৯.৭৭ শতাংশ পড়ল মহানগর টেলিফোন নিগম লিমিটেড। এ ছাড়াও পড়েছে ট্রেন্ট।

আজ, ৬ ফেব্রুয়ারি প্রায় ৯.৭৭ শতাংশ পড়ল এমটিএনএলের শেয়ারের দাম। আজ সর্বোচ্চ ১৩.৯৫ শতাংশ পড়েছে শিবালিক রসায়নের। এ ছাড়াও পড়েছে এক্সিকম টেলি সিস্টেমস, রাজশ্রী পলিপ্যাক ও ট্রেন্টের শেয়ারের দাম।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।