Birbhum News: রাস্তা পার করছে বিশাল অজগর!
Viral Snake Video: বীরভূম, দুবরাজপুরে গত দু'দিন আগে একটা অজগরকে জাতীয় সড়ক পার হতে দেখা গিয়েছে। যা সিসিটিভিতে ধরা পড়েছে। এরপরই আর একটা বিশালাকার অজগর ভাইরাল।
বীরভূম, দুবরাজপুরে গত দু’দিন আগে একটা অজগরকে জাতীয় সড়ক পার হতে দেখা গিয়েছে। যা সিসিটিভিতে ধরা পড়েছে। এরপরই আর একটা বিশালাকার অজগর ভাইরাল। খবর যায় দুবরাজপুরের ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মুখার্জি কাছে। তিনি খবর দেন বন দপ্তরে। সেখান থেকে বনকর্মীদের পাঠানো হয় সাপ ধরার জন্য। এছাড়াও, ওই জাতীয় সড়কের কাছে যে সব জায়গায় ঝোপ জঙ্গল রয়েছে সেইসব জায়গার মালিকদের কাছে আবেদন আবেদন রাখেন ঝোপ জঙ্গল পরিষ্কার করার জন্য। পাশাপাশি কাউন্সিলর জানিয়েছেন, যারা ভাইরাল হওয়ার মতো এই ধরনের কাজ করছে তাদেরকে সতর্ক হওয়ার জন্য।