Shree Cements Share Price: গতকালের পর আজ ফের ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁল শ্রী সিমেন্টস!

Feb 20, 2025 | 8:18 PM

Shree Cements Share Price: আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে শ্রী সিমেন্টস। দিনের শুরুতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২৮ হাজার ৯০০ ছুঁয়ে এই সংস্থার শেয়ারের এখন দাম দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০০-তে।

আজ ১৯ পয়েন্ট পড়েছে নিফটি ৫০, অন্যদিকে ২০৩ পয়েন্ট পড়েছে বিএসই সেনসেক্স। আর এর মধ্যেই এই ৫৯৯ পয়েন্ট উঠেছে এস অ্যান্ড পি বিএসই স্মলক্যাপ, ৮৮২ পয়েন্ট উঠেছে নিফটি নেক্সট ৫০ সূচক। আর এরই মধ্যে আজ ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে ইউপিএল, নারায়ণা হৃদয়ালয় ও শ্রী সিমেন্টস।

দিনের শুরুতে ৫২ সপ্তাহের সর্বোচ্চ ২৮ হাজার ৯০০ ছুঁয়ে এই সংস্থার শেয়ারের এখন দাম দাঁড়িয়েছে ২৮ হাজার ৬০০-তে।

শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।