Tata Motors Share Price: বিরাট ছাড়ে পাবেন টাটার শেয়ার, লক্ষ্য রাখতেই পারেন…

Feb 18, 2025 | 2:41 PM

Tata Motors: টাটা গ্রুপের অন্যতম বড় সংস্থা টাটা মোটরস। বাস, ট্রাক, ইউটিলিটি ভেহিকল, ডিফেন্স ভেহিকল বা জাগুয়ার-ল্যান্ড রোভারের মতো লাক্সারি গাড়ি তৈরি করে এই সংস্থা।

ক্রমাগত পতনের ফলে ধাক্কা খেয়েছে টাটা গ্রুপের একাধিক শেয়ার। বর্তমানে টাটা মোটরসের বাজারি মূলধন বা মার্কেট ক্যাপ ২ লক্ষ ৫০ হাজার কোটি টাকা। শুক্রবার ১৪ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময় এই সংস্থার শেয়ারের দাম ছিল প্রায় ৬৮০ টাকার কাছাকাছি। ২০২৪ সালের ৩০ জুলাই এই সংস্থার শেয়ার ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ১,১৭৯.০৫ টাকা ছুঁয়েছিল। সেই দামের তুলনায় ১৪ ফেব্রুয়ারির দাম প্রায় হিসাব করলে দেখা যাবে প্রায় ৪২ শতাংশ পড়েছে শেয়ারের দাম।

উল্লেখ্য, টাটা গ্রুপের অন্যতম বড় সংস্থা টাটা মোটরস। বাস, ট্রাক, ইউটিলিটি ভেহিকল, ডিফেন্স ভেহিকল বা জাগুয়ার-ল্যান্ড রোভারের মতো লাক্সারি গাড়ি তৈরি করে এই সংস্থা।

তবে, কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।