Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

What to Do With Investments Now: বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি', তবে এখন এই 'খারাপ সময়ে' কী করণীয়?

What to Do With Investments Now: বাজারকে টাইম করতে যাওয়া ‘বোকামি’, তবে এখন এই ‘খারাপ সময়ে’ কী করণীয়?

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 18, 2025 | 2:20 PM

SIP, Investments: “এটাই এসআইপি চালিয়ে যাওয়ার সেরা সময়। বাজার আরও পড়লে বিনিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া উচিৎ”, বলেন এটিকা ওয়েলথ অ্যাডভাইসরের ডিরেক্টর নিখিল কোঠারি।

গত কয়েক বছরে ঘরোয়া বিনিয়োগের কারণে ভারতের শেয়ার বাজার একটা দারুণ র‌্যালি দেখিয়েছে। এ ছাড়াও মিউচুয়াল ফান্ডে খুচরো বিনিয়োগকারীদের ক্রমাগত বিনিয়োগ এই বিষয়ে একটা অনুঘটকের কাজ করেছে। কিন্তু নভেম্বর পরবর্তী সময়ে শেষ ১০ দিনে ঘরোয়া ও বৈশ্বিক কারণে ভারতের বাজার একটানা পতন দেখেছে।

কিন্তু এমন অবস্থা আসলে কী সংকেত দিচ্ছে? বিনিয়োগকারীদের কি এসআইপি বন্ধ করে দিয়ে সব টাকা তুলে নেওয়া উচিৎ? নাকি বিনিয়োগ এগিয়ে নিয়ে যাওয়া উচিৎ?

মিউচুয়াল ফান্ড সংস্থা বা এএমসি এডলোয়েসিসের একটা রিপোর্ট বলছে, “বর্তমানে গত একবছর ধরে করা সব এসআইপিতেই রিটার্ন যখন নেগেটিভ তখন যে সব এসআইপি অনেক বেশি সময় ধরে রয়েছে, সেগুলোয় রিটার্ন এখনও পজিটিভ রয়েছে”।

এটিকা ওয়েলথ অ্যাডভাইসরের ডিরেক্টর নিখিল কোঠারি বলেন, “এটাই এসআইপি চালিয়ে যাওয়ার সেরা সময়। বাজার আরও পড়লে বিনিয়োগের পরিমাণ আরও বাড়িয়ে দেওয়া উচিৎ”।

কোনও বিনিয়োগ করতে চাইলে সেই বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই লেখা শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।

বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।

Published on: Feb 18, 2025 02:19 PM