Ostrich Viral Video: পিঠে ‘সওয়ারি’, দৌড় লাগাল উটপাখি
Viral Video: সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, একজন লোক একটি মেয়েকে উটপাখির উপরে বসায়। তারপরে উটপাখিটি তাকে নিয়ে দৌড়াতে শুরু করে।
সোশ্য়াল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। ভিডিয়োয় দেখা যাচ্ছে,একজন লোক একটি মেয়েকে উটপাখির উপরে বসায়। তারপরে উটপাখিটি তাকে নিয়ে দৌড়াতে শুরু করে। কিছুদূর যাওয়ার পরে,সে যেখান থেকে তাকে নিয়ে দৌড়েছিল সেখানেই ফিরে আসে। উটপাখিতে চড়ার সময় মেয়েটিকে বেশ উত্তেজিত দেখাচ্ছে। কিন্তু উট পাখিটি যেভাবে তাকে নিয়ে ছুটল,তা দেখে আপনি হাসি থামিয়ে রাখতে পারবেন না। এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে pstore_makasarr নামের একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৪.৬ মিলিয়ন ভিউ হয়েছে। ১ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ ভিডিয়োটি লাইকও করেছেন। ভিডিয়োটি দেখে বিভিন্ন কমেন্টও করেছেন মানুষ। একজন ব্যবহারকারী ক্ষুব্ধ হয়ে লিখেছেন,‘এগুলি চড়ার যোগ্য প্রাণী নয়। আনন্দ খোঁজার জন্য় মানুষ সবসময় পশু পাখিকেই কেন বেছে নেয় বুঝি না’।
Published on: Mar 18, 2023 04:22 PM