Real Thirsty Crow: এ যেন হুবহু ঈশপের গল্পের বুদ্ধিমান তৃষ্ণার্ত কাক!
Real Thirsty Crow: এ যেন হুবহু ঈশপের গল্পের বুদ্ধিমান তৃষ্ণার্ত কাক!
এ যেন হুবহু ঈশপের গল্পের বুদ্ধিমান তৃষ্ণার্ত কাক। ছোটবেলার গল্পে পড়া বুদ্ধিমান কাক। নুড়ি ফেলে জলস্তর বাড়িয়ে যে তৃষ্ণা মেটায়। শৈশবের গল্পটা সত্যি হয়ে গেলে সত্যিই বিস্মিত হতে হয়। ফারাকটা শুধু এক জায়গায়। গল্পের কাক কলসিতে নুড়ি ভর্তি করেছিল। আর বাস্তবের এই বুদ্ধিমান পাখিটা জলের বোতলে তা করে দেখাল। টুইটারে এই ভিডিয়োর ক্যাপশনে কাকটিকে স্মার্ট বলা হয়েছে। তার স্মার্টনেসের এই ভিডিয়োটি দেখে অনেকেই অবাক হয়েছেন। টুইটারে এই ভিডিয়োটি শেয়ার করেছেন তানসু ইউগেন। ৪.৩ মিলিয়ন ভিউ হয়েছে এই ভিডিয়ো।