Bhutan Travel For Gold: ভুটানে স্বর্ণ ভ্রমণ!
রোজ বাড়ছে সোনার দাম অথচ বেশ কিছু দেশে সোনা সস্তা। অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সোনালি এই ধাতু। দেশে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫,০০০। ভারতে ২৪ ক্যারেট সোনার দাম ৬১,০০০ এর বেশি।
রোজ বাড়ছে সোনার দাম অথচ বেশ কিছু দেশে সোনা সস্তা। অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে সোনালি এই ধাতু। দেশে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫,০০০। ভারতে ২৪ ক্যারেট সোনার দাম ৬১,০০০ এর বেশি। বিয়ে, অন্নপ্রাশন বা অন্যান্য উৎসবে মূল্যবান এই ধাতুর অলঙ্কার জরুরি। প্রতিবেশী দেশ ভুটানে কিন্তু সোনা বেশ সস্তা। অনেকেই আরবের দুবাই যান সস্তার সোনা কিনতে। ভুটানে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৩ হাজারের একটু বেশি। ভুটানে প্রতি ১০ গ্রাম সোনা কিনতে ভারতের তুলনায় ১৭,০০০ টাকা কম লাগবে। ২১ ফেব্রুয়ারি,২০২৩ থেকে করমুক্ত সোনা বিক্রির কথা ঘোষণা করে ভুটান সরকার। তবে ভুটানে সোনা সস্তা বলে যত খুশি কেনা যাবে না। ১জন ভারতীয় পুরুষ কিনতে পারেন সর্বাধিক ৫০,০০০ টাকার সোনা। ১জন ভারতীয় মহিলা কিনতে পারেন সর্বাধিক ১ লাখ টাকার সোনা। মাথাপিছু পুরুষরা ২০ গ্রাম ও মহিলারা ৪০ গ্রাম সোনা কিনে আনতে পারবেন ভুটান থেকে। তাহলে এবার পুজোর ভ্রমণে যাবেন নাকি ভুটানে। বেড়ানোর সঙ্গে সোনা কেনা মন্দ কি!