Panchayat Election 2023: ভোট বয়কটের পোস্টার নিউটাউন জুড়ে
নিউটাউনের অ্যাকশন এরিয়া ১,২ ও ৩ পঞ্চায়েত ভোটে। আর তা নিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ১২,০০০ ভোটার । তাঁরা রীতিমত গণস্বাক্ষর সংগ্রহ করে পঞ্চায়েত ও পুর নগরোন্নয়ন মন্ত্রকে আবেদন করেন যাতে নিউটাউনকে পঞ্চায়েত বলে গণ্য না করা হয়।
৩ জুলাই রাত থেকে ভোট বয়কটের পোস্টার পড়ল নিউটাউন জুড়ে। শিলমোহর পড়ল টিভি নাইন বাংলা ডিজিটালের খবরে। ২৭ জুন আমরা দেখিয়েছিলাম পঞ্চায়েত ভোটে অংশগ্রহণ করতে চাইছে না প্ল্যাটিনাম গ্রিন শহর নিউটাউন। নিউটাউনের অ্যাকশন এরিয়া ১,২ ও ৩ পঞ্চায়েত ভোটে। আর তা নিয়ে ভোট বয়কটের ডাক দিয়েছিলেন ১২,০০০ ভোটার । তাঁরা রীতিমত গণস্বাক্ষর সংগ্রহ করে পঞ্চায়েত ও পুর নগরোন্নয়ন মন্ত্রকে আবেদন করেন যাতে নিউটাউনকে পঞ্চায়েত বলে গণ্য না করা হয়। এই খবর আমরা যখন করি তখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের জানানো হয় জনসংখ্যা কম থাকার কারণে নিউটাউন পুর এলাকা হতে পারে না। তাকি প্রশাসনিক কারণে নির্বাচিত জন প্রতিনিধি তৈরি করতেই নির্বাচন। সিপিআই এম এবং বিজেপি দুই দলের প্রতিনিধিই নিউটাউন পঞ্চায়েত হবার বিরুদ্ধে। তবু তাঁরা বলছেন প্রতিবাদ হইয়া উচিত ব্যালটে. ভোট বয়কট এর কোনও সমাধান নয়।