Loading video

Investment News: কোটিপতি হতে চান? তাহলে মাসে জমান মাত্র ৩০০ টাকা করে

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Mar 23, 2023 | 4:14 PM

আর্থিক সঞ্চয়ের জন্য ইক্যুয়িটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ভাল। যদি আপনি ৩০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন,তবে এসআইপি -তে বিনিয়োগ করতে পারেন

কোটিপতি হওয়ার স্বপ্ন তো অনেকেই দেখেন। কিন্তু সেই স্বপ্নপূরণ হয় কয়েকজনেরই। যদি সঠিকভাবে আর্থিক পরিকল্পনা করা হয়,তবে সহজেই কোটি টাকা জমানো যায়। কোটি টাকা জমাতে চান,তবে প্রতি মাসে আপনাকে কেবল ৩০০ টাকা করে জমাতে হবে। আর্থিক সঞ্চয়ের জন্য ইক্যুয়িটি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা ভাল। যদি আপনি ৩০ বছর বয়স থেকে বিনিয়োগ শুরু করেন,তবে এসআইপি -তে বিনিয়োগ করতে পারেন। কীভাবে ১ কোটি টাকা জমাবেন? ১ কোটি টাকা জমাতে হলে, আপনাকে প্রতিদিন ২০ থেকে ২৫ টাকা জমাতে হবে। যদি আপনি দিনে ১০ টাকা করে জমান,তবে মাসে আপনি ৩০০ টাকা জমাতে পারবেন। এই টাকা মিউচুয়াল ফান্ড বা এসআইপিতে বিনিয়োগ করলে,৩৫ বছর পরে জমা টাকা কোটি টাকায় পৌঁছে যাবে। যদি এসআইপি বা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে ১৮% হারে সুদ পাওয়া যায়। ৩৫ বছর পর জমা অর্থের পরিমাণ ১.১ কোটি টাকা হবে। কোটিপতি হওয়ার জন্য আপনাকে বেশি টাকা খরচ করতে হবে না। মাসে ১৫ থেকে ২০ হাজার টাকা উপার্জন করলে,এইভাবে বিনিয়োগ করে কোটি টাকা জমাতে পারেন।