World Fairy Tale Day: মনে হতে পারে এ যেন তারে জমিন পরের নাট্যরূপ

| Edited By: আসাদ মল্লিক

Jun 25, 2023 | 2:04 PM

Autism: মনে হতে পারে এ যেন তারে জমিন পরের নাট্যরূপ। বিশ্ব রূপকথা দিবস। বাস্তবের রূপকথা আর চুপকথাকে মঞ্চে তুলে ধরছেন এই দিদি যিনি ওদের জন্য রাস্তা ঘাটে চলতে ফিরতে রুখে দাঁড়ান।

মনে হতে পারে এ যেন তারে জমিন পরের নাট্যরূপ। বিশ্ব রূপকথা দিবস। বাস্তবের রূপকথা আর চুপকথাকে মঞ্চে তুলে ধরছেন এই দিদি যিনি ওদের  জন্য রাস্তা ঘাটে চলতে ফিরতে রুখে দাঁড়ান। মনে হতে পারে তারে জমিন পর। কিন্তু পরে বুঝবেন তার থেকে বেশি কিছু। কাহিনী একই রকম। কিন্তু আরও কঠিন বাস্তব ফুটে উঠেছে নাটকের মধ্যে। দর্শিলের চরিত্র ডিসেলেক্সিয়া আক্রান্ত ছিল। এই নাটকের শিশু অটিজম আক্রান্ত। অটিজমের সমস্যা অনেকগুণ বেশি। এখানেও এক শিক্ষক ছেলেটির পাশে দাঁড়ান। যদিও এক্ষেত্রে ছেলেটির অঙ্কের দক্ষতা আবিষ্কার করে শিক্ষক তাকে নাশা পর্যন্ত পৌঁছতে সাহায্য করেন।