Mamata Banerjee News: রবিবার সেলেবদের হার মানিয়ে নজর কাড়লেন মুখ্যমন্ত্রী
রবিবারের দুপুরে খোশমেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন ব্যস্ত রুটিন থেকে সময় বের করে ট্রেডমিলে দৌড়তে পছন্দ করেন তিনি- এ অভ্যাস অনেকেরই জানা। তবে এবার তিনি একা নন, পেলেন চারপেয়ে সঙ্গীও।
খোশমেজাজে মমতা
রবিবারের দুপুরে খোশমেজাজে ধরা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিদিন ব্যস্ত রুটিন থেকে সময় বের করে ট্রেডমিলে দৌড়তে পছন্দ করেন তিনি- এ অভ্যাস অনেকেরই জানা। তবে এবার তিনি একা নন, পেলেন চারপেয়ে সঙ্গীও। তাঁকে কোলে নিয়ে শাড়ি পরেই ট্রেডমিলে হাঁটার মিষ্টি ভিডিয়ো শেয়ার করলেন সামাজিক মাধ্যমে। ক্যাপশনে লেখা, “কখনও কখনও একটু বেশিই অনুপ্রেরণার দরকার হয়।”
পরিচালনায় প্রসেনজিৎ?
বেশ কয়েকবছর ধরেই পরিচালনার কথা ভেবেছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জুবিলি করার পর মনের সেই ইচ্ছে আরও একটু উস্কে গেল। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, পরিচালনা করলে, জুবিলির মতো কোনও বড় প্রজেক্টেই করবেন, যার গ্রহণ যোগ্যতা থাকবে প্যান ইন্ডিয়ায়।
ভালবাসা পাওয়ার উপায়
বিদেশ সফরে অভিনেতা জিতু কামাল। ঝুলিতে একগুচ্ছ কাজ। অবসরে সেলফি তুলে দিলেন ভালবাসার টিপস। ছবি শেয়ার করে লিখলেন, ‘প্রকৃত প্রেমিক হলেই ভালবাসা পাওয়া যাবে না, ভালবাসা পেতে হলে আপনাকে হতে হবে প্রকৃত অভিনেতাও’।
রোম্যান্সে ভাসলেন রুশা
রুশা চট্টোপাধ্যায়– বিয়ে করেছেন গত জানুয়ারি। কিন্তু বিয়ের চার মাস পার হতে না হতেই অভিনেত্রীর নামে রটছে একের পর এক রটনা। রটেছে, বিদেশে বরের সঙ্গে নাকি একেবারে বনিবনা হচ্ছে না তাঁর। সত্যিই তাই? ‘শত্রুর মুখে ছাই’ দিয়ে এবার যাবতীয় রটনাকে মিথ্যে প্রমাণ করলেন তিনি। বিয়ের পর এই প্রথম বরের সঙ্গে রোম্যান্টিক ছবি শেয়ার তাঁর।
সুখবর শোনালেন শাহরুখ
২০১৪ সাল থেকে বলিউডের ছবি মুক্তি পায় না বাংলাদেশে। দীর্ঘ ৯ বছরের অভিশাপ কাটিয়ে এবার ভক্তদের মুখে হাসি ফিরল শাহরুখ খানের হাত ধরেই। প্রথম হিন্দি ছবি পাঠান, যা বাংলাদেশে মুক্তি পেতে চলেছে। আগেই মিলেছিল অনুমতি। এবার সামনে এল ছবি মুক্তির দিন, ১২ মে বাংলাদেশে রিলিজ় করছে পাঠান।
সাবধান করলেন অমিতাভ
প্রতি রবিবার অমিতাভ বচ্চনের বাড়ি জলসা সামনে ভক্তদের ভিড় জমে। নিয়ম করে দেখাও করেন বিগ বি। তবে এই রবিবার তিনি থাকতে পারলেন না। আগেই ব্লগের মাধ্যমে জানিয়েছিলেন ভক্তদের, রবিবার বেশ কিছু কাজ চলছে জলসায়। যার জন্য তিনি উপস্থিত থাকবেন না, বিকেলে ফিরে আসলেও সাক্ষাতের বিষয়ে নিশ্চিত করতে পারছেন না। তাই রবিবার জলসার সামনে ভক্তদের না আসাই ভাল।
ছেলের বিপক্ষে শাহরুখ!
সম্প্রতি টি-শার্টের ব্র্যান্ড লঞ্চ করেছেন শাহরুখ খানের বড় ছেলে আরিয়ান খান। দাম শুনে মধ্যবিত্তের মাথায় হাত! টি-শার্ট শুরু ২৫ হাজার টাকা থেকে। অন্যদিকে জ্যাকেটের দাম ২ লক্ষ টাকা। জনরোষ বেড়েছে, হচ্ছে ট্রোলিংও। এবার এ নিয়েই মুখ খুলে শাহরুখের বক্তব্য, “আরে ওরা আমাকেও কিছুই সস্তায় বিক্রি করছে না। দাঁড়ান, কিছু একটা করতে হবে।” শাহরুখের আশ্বাসে কিছুটা আশ্বস্ত হয়েছেন ভক্তরা।
কঙ্গনার অপমান
কঙ্গনা রানাওয়াতের উচ্চতা ৫ ফুট ৭ ইঞ্চি। কিন্তু মডেল হতে দরকার ছিল ৫ ফুট ১১ ইঞ্চি। আর সেই কারণেই নাকি বড় মডেলিং কনট্র্যাক্ট হাতছাড়া হয় তাঁর। পড়তে হয় অপমানের মুখেও। জীবন হয়ে ওঠে দুর্বিষহ। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।
‘গাঁটছড়া’র মুকুটে নতুন পালক
‘গাঁটছড়া’– একদা টপার এই ধারাবাহিককে এখন প্রথম দশে আসতেও রীতিমতো হিমশিম খেতে হচ্ছে। টিআরপি কমলেও অনুরাগীরা কিন্তু ভুলে যায়নি ধারাবাহিকটিকে। কেন্দ্রীয় চরিত্র খড়ি ওরফে সোলাঙ্কি রায়, ধারাবাহিকটি ছেড়ে দিলেও বন্ধ হয়ে যায়নি এই ধারাবাহিক। তা তরতর করে এগিয়েই চলেছে। আর এগিয়ে যেতেই যেতেই ৫০০টি পর্ব অতিক্রম করে ফেলল এই ধারাবাহিক। আর তা নিয়ে আবেগঘন সিরিয়ালের রাহুল ওরফে অনিন্দ্য চট্টোপাধ্যায়।