Weather Update: শুকনো হবে দক্ষিণ, ভিজবে উত্তর

TV9 Bangla Digital | Edited By: Moumita Das

Aug 03, 2023 | 12:47 PM

বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ওপরের দিকের দু এক জেলায়। রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

আজকের আবহাওয়া

বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা ক্রমশ বাড়বে। বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ওপরের দিকের দু এক জেলায়। রবিবার বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে।

সিস্টেম
মৌসুমী অক্ষরেখা অবস্থান বদল করছে। অক্ষরেখা দক্ষিণ দিকে সরবে আজ থেকে। মৌসুমী অক্ষরেখা হিমালয়ের পাদদেশ সংলগ্ন এলাকা থেকে গোরখপুর গয়া ঝাড়খণ্ড বালাসোর এর উপর দিয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।
গভীর নিম্নচাপ ঝাড়খন্ড ও সংলগ্ন ছত্রিশগড়ে অবস্থান করছে। পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে সরে আগামী ২৪ ঘণ্টায় এটি আরও দুর্বল হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। অভিমুখ মধ্যপ্রদেশ ও উত্তর প্রদেশ।

দক্ষিণবঙ্গের
আজ থেকে আবহাওয়ার পরিবর্তন। কমবে বৃষ্টি, বাড়বে আর্দ্রতা জনিত অস্বস্তি। আজ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। তবে বৃষ্টির পরিমাণ কমবে গত কয়েক দিনের তুলনায়। আগামী ৩-৪ দিনে বাড়বে তাপমাত্রা। ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে। সঙ্গে বাতাসে রয়েছে জলীয় বাষ্প তাই আর্দ্রতা জনিত অস্বস্তি হতে পারে। আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গের কোন জেলাতেই।

উত্তরবঙ্গে
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। আগামী কয়েক দিন বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ও জলপাইগুড়িতে। ৬ই আগস্ট রবিবার থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারে প্রবল বৃষ্টি হতে পারে রবিবার।

কলকাতায়
আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা ও পরিমাণ আগামী তিন চার দিনে বাড়বে গরম ও আর্দ্রতা জনিত অস্বস্তি।

তাপমাত্রার পরিসংখ্যান
কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮১ থেকে ৯৪ শতাংশ।

ভিন রাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মধ্যপ্রদেশ উত্তর প্রদেশ উত্তরাখন্ড হিমাচল প্রদেশ রাজস্থান এ। আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা বিহার ঝাড়খন্ডে। অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা। কঙ্কন গোয়া মহারাষ্ট্র গুজরাট রাজস্থান ভারী বৃষ্টির সম্ভাবনা।