কমিশন আর বিজেপির ‘অ্যাপ-আঁতাত’ নিয়ে তুলোধনা মমতার, কী বললেন?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 06, 2026 | 4:20 PM

এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আইটি সেলকে দিয়ে কমিশন অ্যাপ তৈরি করেছে বলে মন্তব্য করলেন তিনি। বলেন, "বিজেপির আইটি সেলের তৈরি অ্যাপে এসআইআর-র কাজ করছে কমিশন।" গঙ্গাসাগর থেকে ফেরার পথে তিনি বলেন, "ভুলভাল কাজ করছে কমিশন। এই অ্যাপ অসাংবিধানিক, অগণতান্ত্রিক। জীবিতদের মৃত দেখাচ্ছে।" মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, "এটা পরাজিতের আর্তনাদ। রাজনীতিতে তিনি নবাগতা নন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির গন্ধ বুঝতে পারছেন। তিনি বুঝতে পারছেন, তৃণমূল হেরে গিয়েছে। তাই এই মন্তব্য করছেন।"

এসআইআর নিয়ে ফের কমিশনকে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির আইটি সেলকে দিয়ে কমিশন অ্যাপ তৈরি করেছে বলে মন্তব্য করলেন তিনি। বলেন, “বিজেপির আইটি সেলের তৈরি অ্যাপে এসআইআর-র কাজ করছে কমিশন।” গঙ্গাসাগর থেকে ফেরার পথে তিনি বলেন, “ভুলভাল কাজ করছে কমিশন। এই অ্যাপ অসাংবিধানিক, অগণতান্ত্রিক। জীবিতদের মৃত দেখাচ্ছে।” মুখ্যমন্ত্রীর এই মন্তব্য নিয়ে বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “এটা পরাজিতের আর্তনাদ। রাজনীতিতে তিনি নবাগতা নন। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতির গন্ধ বুঝতে পারছেন। তিনি বুঝতে পারছেন, তৃণমূল হেরে গিয়েছে। তাই এই মন্তব্য করছেন।”