SIR আবহে মঙ্গলে বনগাঁয় মমতা, সভা শেষে পদযাত্রা
এসআইআর প্রক্রিয়া বন্ধের জন্য একদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। এবার এসআইআর আবহে বনগাঁয় সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া গড় বনগাঁয় মঙ্গলবার সভা করবেন তিনি। শুধু সভা নয়, পদযাত্রাও করবেন তৃণমূল সুপ্রিমো। চকবাজার থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রায় মুখ্যমন্ত্রী হাঁটবেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই থেকেই বারবার মতুয়াদের বার্তা দিয়েছে তৃণমূল। তারা যে মতুয়াদের পাশে রয়েছেন, তৃণমূল নেতারা বারবার তুলে ধরেছেন। বনগাঁয় লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে। মতুয়া অধ্যুষিত একাধিক বিধানসভা নির্বাচনেও ভাল ফল করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মতুয়া গড়ে গিয়ে মমতার এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বনগাঁর সভা থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেটাই দেখার।
এসআইআর প্রক্রিয়া বন্ধের জন্য একদিন আগেই জাতীয় নির্বাচন কমিশনকে চিঠি লিখেছেন। এবার এসআইআর আবহে বনগাঁয় সভা করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মতুয়া গড় বনগাঁয় মঙ্গলবার সভা করবেন তিনি। শুধু সভা নয়, পদযাত্রাও করবেন তৃণমূল সুপ্রিমো। চকবাজার থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রায় মুখ্যমন্ত্রী হাঁটবেন। এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার পরই থেকেই বারবার মতুয়াদের বার্তা দিয়েছে তৃণমূল। তারা যে মতুয়াদের পাশে রয়েছেন, তৃণমূল নেতারা বারবার তুলে ধরেছেন। বনগাঁয় লোকসভা কেন্দ্রটি বিজেপির দখলে। মতুয়া অধ্যুষিত একাধিক বিধানসভা নির্বাচনেও ভাল ফল করেছে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে মতুয়া গড়ে গিয়ে মমতার এই সভা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। বনগাঁর সভা থেকে তৃণমূল সুপ্রিমো কী বার্তা দেন, সেটাই দেখার।
Published on: Nov 21, 2025 07:15 PM
