TMC: বিজয় মিছিল থেকেও উস্কানি, তৃণমূল প্রার্থীর স্বামীকে ধরল পুলিশ

TV9 Bangla Digital | Edited By: Tapasi Dutta

Jul 17, 2023 | 7:32 PM

South 24 Parganas: গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এসডিপিও কোন রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেন।

বিজয় মিছিল বের করে বাসিন্দাদেরকে উস্কানি দেওয়ার পাশাপাশি এলাকায় গন্ডগোল পাকানোর অভিযোগে তৃণমূল প্রার্থীর স্বামী সহ দুজনকে গ্রেফতার করলো পুলিশ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনা জেলার উস্তি থানার ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের ধনধানিয়া গ্রামে। ঘটনার জেরে গ্রামবাসীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গতকাল বিকেলে বিশাল পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌছায় ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে ও উস্তি থানার ওসি বৈদ্যনাথ দাস। গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এসডিপিও কোন রাজনৈতিক রঙ না দেখে অভিযুক্তদের গ্রেফতার করার নির্দেশ দেন। পুলিশ জানিয়েছে, ধৃত বাপ্পা শেখ ইয়ারপুর গ্রাম পঞ্চায়েতের ৫৩ নম্বর বুথের তৃণমূলের জয়ী প্রার্থী সাইফা বিবির স্বামী। এছাড়া আরও এক গ্রামবাসী মৃগাঙ্ক হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশের ভূমিকায় খুশি গ্রামবাসীরা।

Published on: Jul 17, 2023 07:31 PM