Sundar Pichai News: প্রথম কী সার্চ করেন সুন্দর পিচাই?
আলপিন টু আলাউদ্দিন যা চাই যখন চাই খুঁজে দেয় গুগল। ভিডিও, ম্যাপ, পেমেন্ট সহ বহু পরিষেবা এই সার্চ ইঞ্জিনের। গুগলের সিইও সুন্দর পিচাই। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে খড়গপুর আইআইটি ও সিলিকন ভ্যালির নাম। জানেন কি সুন্দর পিচাই প্রথম কী সার্চ করেন গুগলে? সম্প্রতি একটি ব্লগ পোস্টে তিনি ফাঁস করেন সেই অজানা কাহিনী
আলপিন টু আলাউদ্দিন যা চাই যখন চাই খুঁজে দেয় গুগল। ভিডিও, ম্যাপ, পেমেন্ট সহ বহু পরিষেবা এই সার্চ ইঞ্জিনের। গুগলের সিইও সুন্দর পিচাই। তাঁর নামের সঙ্গে জড়িয়ে আছে খড়গপুর আইআইটি ও সিলিকন ভ্যালির নাম। জানেন কি সুন্দর পিচাই প্রথম কী সার্চ করেন গুগলে? সম্প্রতি একটি ব্লগ পোস্টে তিনি ফাঁস করেন সেই অজানা কাহিনী। ২০০৩ এ তখন পড়ুয়া সুন্দর পিচাই। গুগলের ইন্টারভিউয়ে কীভাবে কৃতকার্য হওয়া যায়! তারপরের উত্থানের উপখ্যান আর পরিশ্রমের কাহিনী গল্পের মতো। আজ পিচাই গুগলের সিইও। ২৫ বছরে পা দিচ্ছে গুগল। তথ্যের সমুদ্রের এই যাত্রা শুরু হয় সের্গেই ব্রিন ও ল্যারি পেজ। প্রতিদিন কোটি কোটি প্রশ্নের উত্তরদাতা গুগল এখন আমাদের জীবনযাপনের হাতিয়ার। তবে এই মানুষটি যিনি আজ গুগলের শীর্ষ কর্তা তাঁকে কতটা সাহায্য করেছিল গুগল তা তিনি স্পষ্ট করেননি সুন্দর পিচাই ওই ব্লগে।