হিয়ারিংয়ে কোন নথি নিয়ে যাবেন? জেনে নিন

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 26, 2025 | 8:38 PM

শনিবার থেকে শুরু এসআইআর-এর দ্বিতীয় ধাপ। শুরু হতে চলেছে শুনানি। সকাল ১১টা থেকে কলকাতায় শুনানি। সূত্রের খবর, শুনানির প্রথম পর্যায়ে প্রায় ৩২ লক্ষ ভোটারের ডাক পড়তে চলেছে। আগে মূলত ‘নো ম্যাপিং’ ভোটারদের কাছেই যাচ্ছে নোটিস। তাঁদের চাওয়া হবে যাবতীয় ডকুমেন্ট। সন্তুষ্ট না হলে সেই সব ডকুমেন্ট খতিয়ে দেখা হবে। সঙ্গে রাখতে পারেন কেন্দ্র, রাজ্য বা কোনও রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার দেওয়া পরিচয়পত্র। রাখতে পারেন পেনশন পেমেন্ট কার্ড, ১৯৮৭ সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, কোনও স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নোটিস, রাজ্যের দেওয়া পার্মামেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, যেখানে এনআরসি চালু হয়েছে সেখানকার শংসাপত্রও রাখতে পারেন। রাখতে পারেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির দলিল।

শনিবার থেকে শুরু এসআইআর-এর দ্বিতীয় ধাপ। শুরু হতে চলেছে শুনানি। সকাল ১১টা থেকে কলকাতায় শুনানি। সূত্রের খবর, শুনানির প্রথম পর্যায়ে প্রায় ৩২ লক্ষ ভোটারের ডাক পড়তে চলেছে। আগে মূলত ‘নো ম্যাপিং’ ভোটারদের কাছেই যাচ্ছে নোটিস। তাঁদের চাওয়া হবে যাবতীয় ডকুমেন্ট। সন্তুষ্ট না হলে সেই সব ডকুমেন্ট খতিয়ে দেখা হবে। সঙ্গে রাখতে পারেন কেন্দ্র, রাজ্য বা কোনও রাষ্ট্রায়াত্ত্ব সংস্থার দেওয়া পরিচয়পত্র। রাখতে পারেন পেনশন পেমেন্ট কার্ড, ১৯৮৭ সালের আগে ইস্যু হওয়া পরিচয়পত্র বা সার্টিফিকেট, উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের সার্টিফিকেট, ভারতের পাসপোর্ট, কোনও স্বীকৃত বোর্ডের দেওয়া মাধ্যমিক স্তরের সার্টিফিকেট, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া শিক্ষাগত যোগ্যতার নোটিস, রাজ্যের দেওয়া পার্মামেন্ট রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র, যেখানে এনআরসি চালু হয়েছে সেখানকার শংসাপত্রও রাখতে পারেন। রাখতে পারেন রাজ্য বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকারের দেওয়া জমির নথি বা বাড়ির দলিল।