‘মা-বাবারা শুধু সুখ দেয়’, মমতাকে ‘মায়ের’ আসনে বসিয়ে কী বললেন অনুব্রত?

| Edited By: সঞ্জয় পাইকার

Jan 23, 2026 | 6:43 PM

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তবে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর সেই নির্বাচনী প্রচারেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় 'মায়ের' আসনে বসিয়ে দলের কর্মী সমর্থকদের বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। মা-বাবার সেবা করার কথা বললেন। ইলামবাজারে জনসভায় তিনি বলেন, "গর্ভাবস্থায় সন্তান পেটে লাথি মারলে মায়ের আনন্দ হয়। সেই সন্তান পরে বড় হয়ে মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠালে মায়ের চোখে জল পড়ে। সে আমরা দেখতে চাই না।" তিনি বলেন, 'মা' মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে চান। বীরভূমের কেষ্টর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তবে জোর কদমে প্রচারে নেমে পড়েছে রাজনৈতিক দলগুলি। আর সেই নির্বাচনী প্রচারেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ‘মায়ের’ আসনে বসিয়ে দলের কর্মী সমর্থকদের বার্তা দিলেন অনুব্রত মণ্ডল। মা-বাবার সেবা করার কথা বললেন। ইলামবাজারে জনসভায় তিনি বলেন, “গর্ভাবস্থায় সন্তান পেটে লাথি মারলে মায়ের আনন্দ হয়। সেই সন্তান পরে বড় হয়ে মাকে লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠালে মায়ের চোখে জল পড়ে। সে আমরা দেখতে চাই না।” তিনি বলেন, ‘মা’ মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে নিয়ে চলতে চান। বীরভূমের কেষ্টর এই মন্তব্য নিয়ে কটাক্ষ করেছে বিজেপি।