Aishwarya Abhishek Controversy: কী এমন করেছেন অভিষেক বচ্চন যে রেগে আগুন ঐশ্বর্যা ভক্তরা?
অভিষেকের এই খোলাচিঠি নিয়েই হচ্ছে এখন নিন্দে। ঐশ্বর্যা ভক্তরা খানিক রেগেই গিয়েছেন জুনিয়র বচ্চনের উপর। তাঁদের প্রশ্ন, “বাবার বেলায় এত বড় পোস্ট, দিদির বেলায় এত মিষ্টি লেখা, আর ঐশ্বর্যার সময় শুধু একটা ছবি দিয়ে সব শেষ? এত নোংরা ব্যবহার কেন?” যদিও অভিষেকের তরফে মেলেনি কোনও উত্তর।
দিদিকে চিঠি অভিষেকের
রবিবার ৫০ বছর পূর্ণ করলেন শ্বেতা বচ্চন। সেই উপলক্ষেই বচ্চন পরিবারের একান্ত ব্যক্তিগত কিছু ছবি, কিছু মুহূর্ত শেয়ার করে ভাই অভিষেক বচ্চন লেখেন, “শ্বেতা দিদি, শুভ জন্মদিন। হয়তো কোনওদিন বলা হয়নি, কোনওদিন প্রকাশও করতে পারিনি, কিন্তু আমার গোটা জগৎই তোমাকে ঘিরে। তোমায় ভীষণ ভালবাসি।” এখানেই শেষ নয়, শ্বেতার সঙ্গে কাটানো ছোটবেলার নানা মুহূর্তের ছবিও শেয়ার করেছেন তিনি।
কেন হচ্ছে নিন্দে?
অভিষেকের এই খোলাচিঠি নিয়েই হচ্ছে এখন নিন্দে। ঐশ্বর্যা ভক্তরা খানিক রেগেই গিয়েছেন জুনিয়র বচ্চনের উপর। তাঁদের প্রশ্ন, “বাবার বেলায় এত বড় পোস্ট, দিদির বেলায় এত মিষ্টি লেখা, আর ঐশ্বর্যার সময় শুধু একটা ছবি দিয়ে সব শেষ? এত নোংরা ব্যবহার কেন?” যদিও অভিষেকের তরফে মেলেনি কোনও উত্তর।
ক্ষতে প্রলেপ
২০২২ সালের ২৯ মে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জের গুলি ঝাঁঝরা করে দিয়েছিল পঞ্জাবি গায়ক শুভদীপ সিং সিধু ওরফে সিধু মুসেওয়ালাকে। তারপর থেকে ছেলের মৃত্যুর কষ্ট বুকে নিয়েই দিন কাটিয়েছেন সিধু মুসেওয়ালার বাবা-মা। অবশেষে সেই ক্ষতে প্রলেপ লাগল। রবিবার সকালে সিধু মুসেওয়ালার মা চরণ কৌর জন্ম দিয়েছেন এক ফুটফুটে পুত্র সন্তানের।
গ্রেফতার জনপ্রিয় ইউটিউবার
গ্রেফতার হলেন জনপ্রিয় ইউটিউবার এবং ‘বিগ বস OTT 2’ জয়ী এলভিশ যাদব। পুলিশ সূত্রে খবর, আজ (রবিবার) এলভিশ যাদবকে আদালতে পেশ করা হয়েছে। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সাপের বিষ ও বিষধর সাপ পাচারের অভিযোগ রয়েছে এলভিশের বিরুদ্ধে।
চর্চায় তৃপ্তি
অ্যানিম্যাল ছবির সাফল্যের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অভিনেত্রী তৃপ্তি দিমরি। বোল্ড লুকের পাশাপাশি এবার সকলের মন জয় করলেন তিনি তাঁর এই মন্তব্য দিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “একজন আত্মবিশ্বাসী মেয়ের থেকে সুন্দর আর কিছুই হতে পারে না।” শুধু দেখতেই সুন্দর নন, তিনি যে ভাল কথাও বলেন সে প্রমাণ পেয়ে খুশি তাঁর ভক্তরা।
অচেনা প্রসেনজিৎ
রবিবারটা শহরে নেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। শুভ্রজিৎ মিত্র পরিচালিত হাইবাজেট ছবি ‘দেবী চৌধুরানী’র শুটিংয়ের কারণে তাঁর আপাতত আস্তানা বোলপুরে। ওই ছবির দ্বিতীয় শিডিউল শুরু হয়েছে। সেখানেই পৌঁছে গিয়েছেন তিনি। তাঁকে দেখে চেনা দায়! এক গাল কাঁচা-পাকা দাড়ি, সকালের হালকা রোদে নিজের লুক বদলের ছবি দিয়ে প্রসেনজিৎ লেখেন, “একটু শরীর গরম করে নিচ্ছি, দেবী চৌধুরানির শুটিং রয়েছে যে। ”
অসুস্থ পার্থ সারথি
অসুস্থ অভিনেতা পার্থ সারথি দেব। গত একমাস ধরে ভর্তি রয়েছেন কলকাতার এমআর বাঙুর হাসপাতালে। জানা গিয়েছে, বেশ কিছু দিন ধরেই ভেন্টিলেশনে অভিনেতা। বুকে সংক্রমণ রয়েছে। সিওপিডি থাকার কারণে রয়েছে শ্বাসকষ্টের সমস্যাও।
মুখ দেখা গেল ইয়ালিনির?
শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তীর মেয়ে ইয়ালিনির মুখ এখনও দেখেনি নেটপাড়া। ভক্তরা অপেক্ষায় রত সেই কবে থেকেই। সোশ্যাল মিডিয়ায় সদা সক্রিয় শুভশ্রী অবশেষে দিলেন মেয়ের ছবি। কিন্তু এ কী! এবারও দেখা গেল না মেয়ের মুখ। তা আড়ালেই রাখলেন নায়িকা। ভক্তরা হলেন হতাশ!
নাম বিভ্রাট!
মধ্য রাতে প্রতিবাদ শ্রুতি দাসের। শ্রুতি দাস নামে টলিপাড়ায় আরও এক অভিনেত্রী আছেন। যাঁর কাজ দেখে বারবার শুভেচ্ছাবার্তা পৌঁছে যায় শ্রুতি দাস অর্থাৎ টেলিপাড়ার রাঙাবউ-এর কাছে। বিরক্ত শ্রুতি লিখলেন, “নাম তো পরিবর্তন করতে পারব না, তবে পরবর্তীতে একটু যাচাই করে নেবেন কোন শ্রুতি দাস।”