Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WITT 2024: আইএমএফ ভারতকে বিশ্ব অর্থনীতির মানচিত্রে উজ্জ্বল ক্ষেত্র বলে চিহ্নিত করেছে: বরুণ দাস

WITT 2024: আইএমএফ ভারতকে বিশ্ব অর্থনীতির মানচিত্রে উজ্জ্বল ক্ষেত্র বলে চিহ্নিত করেছে: বরুণ দাস

সুপ্রিয় ঘোষ

|

Updated on: Feb 26, 2024 | 11:57 AM

TV9 নেটওয়ার্কে এই সম্মেলনের থিম সম্পর্কে কথা বলতে গিয়ে TV9 নেটওয়ার্কের MD-CEO বরুণ দাস বলেন, “একদিকে বিশ্বশান্তির ক্ষেত্রে রয়েছে ভারতের ভূমিকা। অন্যদিকে, আইএমএফ ভারতকে বিশ্ব অর্থনীতির মানচিত্রে উজ্জ্বল ক্ষেত্র বলে চিহ্নিত করেছে। তবে বৃহত্তর অর্থনীতির দেশ হিসেবে ভারতের নিজস্ব কিছু চ্যালেঞ্জ রয়েছে।”

আজ, সোমবার TV9 Network আয়োজিত শীর্ষ সম্মেলন ‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’-র দ্বিতীয় দিন। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের স্বাগত জানালেন TV9 Network-এর এমডি-সিইও বরুণ দাস। এদিন বরুণ দাস বলেন, ‘এটি আমাদের বার্ষিক সম্মেলনের দ্বিতীয় সংস্করণ। তবে এবারের সম্মেলন পরিধিতে ও আয়োজনে বৃহত্তর।’ এবারের সম্মেলনের থিম “India: Poised for the Next Big Leap”। এই বিষয়ে দেশে ও বিদেশে কী ধারনা তৈরি হয়েছে, তা জানতেই বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে বলে উল্লেখ করেন সিইও। তিনি বলেন, ‘অতিথিরা এই সম্মেলনে তাঁদের দৃষ্টিভঙ্গী তুলে ধরবেন ও পরামর্শ দেবেন।’

চিন সম্পর্কে তিনি বলেন, “চিনের ঔপনিবেশিক মানসিকতা অত্যন্ত বিপজ্জনক, ফলে গণতান্ত্রিক দেশগুলো তাদের থেকে দূরে সরে যাচ্ছে। গত তিন দশক ধরে পাশ্চাত্যের বাজারে চিন অর্থনীতি অত্যন্ত দ্রুতগতিতে বিস্তারলাভ করেছে, কাউকে কোনও কৃতিত্ব না দিয়েই। অন্যদিকে, বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হয়ে ওঠার আগে ভারত সবাইকে সঙ্গে নিয়ে চলতে চাইছে। এক পরিবার, এক বিশ্ব, এক ভবিষ্যত- এই লক্ষ্যে ভারত যেভাবে এগোচ্ছে তা গোটা বিশ্বের মাপকাঠি হয়ে উঠতে পারে।”

Published on: Feb 26, 2024 10:28 AM