WITT 2024: নমোর প্রশংসা, চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী
কনক্লেভের দ্বিতীয় দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর গলায়। 'মোদী একজন প্রকৃত দেশভক্ত', বললেন তিনি। এই মঞ্চে চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টনি অ্যাবট। তিনি বলেন, চিন "কোনও যুদ্ধ ছাড়াই জিততে চাইছে। এটা বিশ্বের পরিস্থিতির জন্য ভাল নয়।"
‘হোয়াট ইন্ডিয়া থিঙ্কস টুডে’ সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য রাখলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী টনি অ্যাবট। ভারতকে ‘আঞ্চলিক সুপার পাওয়ার’ হিসেবে উল্লেখ করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে তিনি বলেন, ‘মোদী একজন প্রকৃত দেশভক্ত।’ তিনি আরও বলেন, “মোদী একজন সাধারণ নেতা নন। মোদীর অ্যাজেন্ডা সাধারণ মানুষের জীবনকে স্পর্শ করেছে বলে উল্লেখ করেছেন তিনি। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন প্রকৃত দেশপ্রেমিক। তিনি ভারতকে শক্তিশালী করেছেন। তাঁর নেতৃত্ব সারা বিশ্বে প্রশংসিত।”
কনক্লেভের মঞ্চে চিনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন টনি অ্যাবট। তিনি বলেন, চিন “কোনও যুদ্ধ ছাড়াই জিততে চাইছে। এটা বিশ্বের পরিস্থিতির জন্য ভাল নয়।”
Published on: Feb 26, 2024 11:17 AM