টাকার দামে লাগাতার পতনে কী বলছেন RBI-এর গভর্নর সঞ্জয় মালহোত্রা?

| Edited By: জয়দীপ দাস

Dec 26, 2025 | 11:29 PM

RBI: তাহলে কি ফের খারাপ হতে চলেছে দেশের অর্থনীতি? সেই প্রশ্ন ঘোরাফেরা করছে নাগরিক মহলে। চাপানউতোর রাজনৈতিক মহলেও। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে বিরোধীরা। চাপানউতোর চলছে আন্তর্জাতিক আঙিনাতেও। এমতাবস্থায় কিন্তু অভয়বাণী দিচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। উদ্বেগের মধ্য়ে কী বলছেন তিনি?

কলকাতা: ডলারের তুলনায় টাকার দাম নেমেই চলেছে। উদ্বেগ গোটা দেশেই। তথ্য় বলছে এশিয়ার দেশগুলির মধ্যে ভারতের মুদ্রার অবস্থাই সবথেকে খারাপ। তাহলে কি ফের খারাপ হতে চলেছে দেশের অর্থনীতি? সেই প্রশ্ন ঘোরাফেরা করছে নাগরিক মহলে। চাপানউতোর রাজনৈতিক মহলেও। কেন্দ্রীয় সরকারের সমালোচনা করছে বিরোধীরা। চাপানউতোর চলছে আন্তর্জাতিক আঙিনাতেও। এমতাবস্থায় কিন্তু অভয়বাণী দিচ্ছেন রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর সঞ্জয় মালহোত্রা। উদ্বেগের মধ্য়ে কী বলছেন তিনি?