PM Narendra Modi: বাম বিদায়ের আঁতুড়ঘরে স্বয়ং নরেন্দ্র মোদী, ছাব্বিশের ভোটের আগে কী বার্তা দেবেন সিঙ্গুর থেকে?

Jan 18, 2026 | 9:36 AM

PM Modi: তিন দশকেরও বেশি সময়ের বাম আমলের অবসান করে রাজ্যের মসনদে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাব্বিশের বিধানসভা ভোটে এগারোর পালাবদলের অন্যতম অনুঘটক সেই সিঙ্গুর থেকে তিনি কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।

কলকাতা: ভোটমুখী বাংলায় ফের আলোচনার কেন্দ্রে সিঙ্গুর। নরেন্দ্র মোদী গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন বাংলায় আন্দোলনের মুখে পড়ে সিঙ্গুর থেকে টাটাদের ন্যানো কারখানা সরে গিয়েছিল গুজরাটের সানন্দে। তার কিছু বছরের মধ্যেই বাংলা সাক্ষী ছিল একেবারে রাজ্যপাট পরিবর্তনের। তিন দশকেরও বেশি সময়ের বাম আমলের অবসান করে রাজ্যের মসনদে বসেছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এবার সেই সিঙ্গুরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ছাব্বিশের বিধানসভা ভোটে এগারোর পালাবদলের অন্যতম অনুঘটক সেই সিঙ্গুর থেকে তিনি কী বার্তা দেন সেদিকে নজর রাজনৈতিক মহলের।