Delhi Blast: বিস্ফোরণে রক্তস্নাত দেশের রাজধানী, NIA-NSG কী কী নমুনা সংগ্রহ করল?

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Nov 11, 2025 | 4:27 PM

Delhi Blast: এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সংস্থাকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির পুলিশ কমিশনার ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।

নয়া দিল্লি: ভরসন্ধ্যায় বিস্ফোরণে কেঁপে উঠেছে দিল্লি। জোড়া গাড়িতে বিস্ফোরণের জেরে একাধিক মৃত্যুর খবর সামনে আসছে। দাঁড়িয়ে থাকা দুটি গাড়িতে বিস্ফোরণের সূত্রপাত, আর তার জেরে একের পর এক গাড়ি, অটো, রিক্সা, বাইকে আগুন লেগে যায়। নিমেষের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সব। শেষ পাওয়া খবর অনুযায়ী, অন্তত ৮ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। সংখ্যাটা ২০-র বেশি। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  এই পরিস্থিতিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানালেন, সব সম্ভাবনাই খতিয়ে দেখা হচ্ছে। একাধিক সংস্থাকে একসঙ্গে তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি। দিল্লির পুলিশ কমিশনার ও ইন্টেলিজেন্স ব্যুরোর (আইবি) ডিরেক্টরের সঙ্গেও কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।