Shamik Bhattacharya: আমরা চাই যে সমস্ত তেজি বাবাদের খুঁজে বের করা হোক: শমীক

| Edited By: জয়দীপ দাস

Jan 02, 2026 | 9:37 PM

SIR in Bengal: নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে শমীক বলেন, নির্বাচন কমিশন তো আর বিজেপির শাখা সংগঠন নয়। যদি পালাবার পথ না খুঁজে পান তাহলে যাঁরা সংবিধানের রক্ষাকর্তা তাঁরা দেখবে, তাঁদের দায়িত্ব। সুপ্রিম কোর্ট দেখবে। আমরা চাই এসআইআর সম্পূর্ণ হোক। আমরা চাই যে সমস্ত তেজি বাবা মানে যাঁরা ১৫ বছরে ছেলের জন্ম দিয়ে দিয়েছেন তাঁদের খুঁজে বের করা হোক।

ফের সাংবাদিকদের মুখোমুখি হলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। আর সেখানেই তৃণমূলের বিরুদ্ধে তোপের পর তোপ দাগলেন। সাফ বললেন, “ছাব্বিশে তৃণমূল হারবে, তৃণমূল চলে গিয়েছে। ছাব্বিশের নির্বাচন তৃণমূলের বিসর্জন।” অন্যদিকে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোলা তৃণমূলের অভিযোগ প্রসঙ্গে শমীক বলেন, নির্বাচন কমিশন তো আর বিজেপির শাখা সংগঠন নয়। যদি পালাবার পথ না খুঁজে পান তাহলে যাঁরা সংবিধানের রক্ষাকর্তা তাঁরা দেখবে, তাঁদের দায়িত্ব। সুপ্রিম কোর্ট দেখবে। আমরা চাই এসআইআর সম্পূর্ণ হোক। আমরা চাই যে সমস্ত তেজি বাবা মানে যাঁরা ১৫ বছরে ছেলের জন্ম দিয়ে দিয়েছেন তাঁদের খুঁজে বের করা হোক।