Delhi Blast: লালকেল্লার কাছে বিস্ফোরণ, তার আগে উমর কোথায় ছিল, জানলে চমকে যাবেন…
Delhi Blast Update: সূত্রের খবর, বিস্ফোরণের আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের তবলিগি জামাত মসজিদে ছিল। মসজিদ থেকে বেরনোর পর সোজা সুনহেরি মসজিদ পার্কিং লটে চলে যায়। সেখানেই তিন ঘণ্টা গাড়িতে বসেছিল।
দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। বিস্ফোরণের আগে তিন ঘণ্টা লালকেল্লার কাছে পার্কিং লটেই গাড়ির ভিতর বসে ছিলেন ডঃ উমর নবি। সূত্রের খবর, বিস্ফোরণের আগে উমর রামলীলা ময়দানের কাছে আসাফ আলি রোডের তবলিগি জামাত মসজিদে ছিল। মসজিদ থেকে বেরনোর পর সোজা সুনহেরি মসজিদ পার্কিং লটে চলে যায়। সেখানেই তিন ঘণ্টা গাড়িতে বসেছিল। উমরের মোবাইল ডেটা ও সিগন্যাল হিস্ট্রি খতিয়ে দেখছে এনআইএ। কী পরিকল্পনা ছিল তাদের, তা জানার চেষ্টা করা হচ্ছে।