West Bengal Election: ছাব্বিশের ভোটে কোন কোন আবাসনে বুথ?

| Edited By: জয়দীপ দাস

Dec 03, 2025 | 11:49 AM

Election in Bengal: ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকতে বলা হচ্ছে ১৪৪ জন কাউন্সিলরকে। বহুতলের আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন মেয়র। বহুতলগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র রুখতে আবাসিকদের উপর চাপ দেওয়ার অভিযোগও উঠছে। তা নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর।

কলকাতা: ছাব্বিশের ভোটে কোন কোন আবাসনে বুথ হবে তা নিয়ে ফের নির্বাচন কমিশন থেকে চিঠি গেল জেলাশাসকদের কাছে। ধোপে টিকল না তৃণমূলের আপত্তি। এদিনই বহুতলের আবাসিক কমিটির প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসছেন মেয়র। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে থাকতে বলা হচ্ছে ১৪৪ জন কাউন্সিলরকে। বহুতলের আবাসিকদের সঙ্গে সরাসরি কথা বলবেন মেয়র। বহুতলগুলিতে ভোট গ্রহণ কেন্দ্র রুখতে আবাসিকদের উপর চাপ দেওয়ার অভিযোগও উঠছে। তা নিয়ে রাজনৈতিক মহলেও চাপানউতোর। তৃণমূলের দিকে আঙুল তুলে সরব বিজেপি।