CAA-তে আবেদন আর নাগরিকত্ব পেলেই কি SIR-এ নাম? সব নজর ৯ ডিসেম্বরে

| Edited By: সঞ্জয় পাইকার

Dec 02, 2025 | 9:37 AM

রাজ্যে জোরকদমে চলছে এসআইআর প্রক্রিয়া। আর এসআইআর শুরু হওয়ার পর আর একটা বিষয় সাড়া ফেলেছে। সেটা হল ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএ-তে আবেদন। এসআইআর শুরু হওয়ার পর সেই আবেদনের সংখ্যা বেড়েছে। বিভিন্ন জায়গায় সিএএ-তে আবেদনের জন্য ক্যাম্পও খোলা হয়েছে। সম্প্রতি সিএএ-তে আবেদনকারী নদিয়ার কয়েকজন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু, যাঁরা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, কিংবা সদ্য আবেদন করেছেন, তাঁদের নাম কি এসআইআর তালিকায় থাকবে? এই নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আগামী ৯ ডিসেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার। 

রাজ্যে জোরকদমে চলছে এসআইআর প্রক্রিয়া। আর এসআইআর শুরু হওয়ার পর আর একটা বিষয় সাড়া ফেলেছে। সেটা হল ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএ-তে আবেদন। এসআইআর শুরু হওয়ার পর সেই আবেদনের সংখ্যা বেড়েছে। বিভিন্ন জায়গায় সিএএ-তে আবেদনের জন্য ক্যাম্পও খোলা হয়েছে। সম্প্রতি সিএএ-তে আবেদনকারী নদিয়ার কয়েকজন ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। কিন্তু, যাঁরা সিএএ-তে আবেদন করে নাগরিকত্ব পেয়েছেন, কিংবা সদ্য আবেদন করেছেন, তাঁদের নাম কি এসআইআর তালিকায় থাকবে? এই নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আগামী ৯ ডিসেম্বর এই সংক্রান্ত মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।