Matua in Bengal: আসলে মতুয়া কারা? কোন রীতিতে কোন আদর্শে বিশ্বাসী তাঁরা?
Matua: এসআইআরকে কেন্দ্র করেই বিভাজন আরও স্পষ্ট হয়েছে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের শিবিরে। চলেছে মমতাবালার অনশন। এসআইআর চালু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, এমনটাই মনে করেছেন মমতাবালারা। কিন্তু এই মতুয়া আসলে কারা জানেন?
কলকাতা: ভোট এসেছে, আবার শোনা যাচ্ছে ওদেকর কথা। সিএএ-এনআরসি বিতর্কের সময়ও তাঁদের ঘিরেই উত্তপ্ত হয়েছিল রাজনৈতিক পরিবেশ। এবারে পরিস্থিতি ভিন্ন নয়। তার ওপর আবার নতুন করে যুক্ত হয়েছে এসআইআর ইস্যু। আগে থেকেই রাজনৈতিক মতভেদ ছিল, কিন্তু এবার সেই এসআইআরকে কেন্দ্র করেই বিভাজন আরও স্পষ্ট হয়েছে শান্তনু ঠাকুর ও মমতাবালা ঠাকুরের শিবিরে। চলেছে মমতাবালার অনশন। এসআইআর চালু হলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, এমনটাই মনে করেছেন মমতাবালারা। কিন্তু এই মতুয়া আসলে কারা জানেন?
Published on: Nov 26, 2025 09:05 AM
Latest Videos

